আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বৈদ্যুতিক তারে জড়িয়ে ইউনিয়ন পরিষদের এক সদস্যের মৃত্যু হয়েছে।
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার (১০ জানুয়ারি) রাত ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, মৃত চন্দ্রকান্ত সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও তেলিখালী গ্রামের তারক চন্দ্র মণ্ডলের ছেলে।
বড়দল ইউনিয়নের চেয়ারম্যান জগদীশচন্দ্র সানা জানান, মঙ্গলবার সন্ধ্যায় চন্দ্রকান্ত ও তার স্ত্রী তাদের সরিষার খেতে পানি দিতে যান। পানি দেওয়ার একপর্যায়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে সরিষা খেতে পড়ে যান চন্দ্রকান্ত। এ সময় তার স্ত্রীর চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। পরে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।