কল্যাণ ডেস্ক: ৫১ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে উদযাপিত হয়েছে। ২৬ মার্চ রক্ত-অশ্রুস্নাত বিদ্রোহের দিন, বাঙালির শৃঙ্খলমুক্তির দিন।
দিবসটি উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়। এর মধ্যে প্রত্যুষে তোপধ্বনির মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটিতে নেয়া কর্মসূচির সূচনা করা হয়। এছাড়া ছিল বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য র্যালি, কুচকাওয়াজ, ডিসপ্লে, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা প্রভৃতি। দৈনিক কল্যাণের প্রতিনিধিনের পাঠানো খবর :
শালিখা প্রতিনিধি
মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে শালিখা উপজেলা প্রশাসন এবং আওয়ামী লীগ শালিখা উপজেলা শাখা আয়োজিত দিনব্যাপী নানা ধরনের কর্মসূচি গ্রহণ করে।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শালিখা উপজেলার সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের সুচনা করা হয়।
সকাল সাড়ে ৭টায় শালিখা উপজেলার তালখড়ী মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন,শালিখা থানা পুলিশ,উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা পুস্পস্তবক অর্পণ করেন।
বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদাপিত হয়েছে। সকাল ৭ টা ৩০ মিনিটে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ। পুষ্পমাল্য অর্পণ করেন দেবহাটা উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদ, দেবহাটা থানা,দেবহাটা উপজেলা আওয়ামী লীগ,দেবহাটা রিপোর্টাস ক্লাব দেবহাটা কলেজ, দেবহাটা বিবিএমপি (মডেল) হাইস্কুল, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সমাজসেবী সংগঠন।সকাল ৮ টায় দেবহাটা ফুটবল মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনণ ডিসপ্লে প্রদর্শন করা হয়। সকাল সাড়ে ১০ টায় ক্রীড়া অনুষ্ঠান, ১১ টায় দেবহাটা মুক্তমঞ্চ চত্বরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্টান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে রাশিদা হাসান ফাউন্ডেশনের আয়োজনে মহান স্বাধীনতা দিবস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার পুরাতন ডিসি কোর্ট চত্বরে সকাল ১০ থেকে দুপুর ১টা পর্যন্ত ঝিনাইদহ ডায়াবেটিস হাসপাতালের সহযোগিতায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন রাশিদা হাসান ফাউন্ডেশনের সভাপতি আলী হাসান মোহাম্মদ গোলাম কিবরিয়া অনু।
দিনব্যাপি মেডিকেল ক্যাম্পে ২০০ মানুষকে বিনামূল্যে ডায়াবেটিস পরিক্ষা ও চিকিৎসা পত্র প্রদান করা হবে বলে জানান আয়োজকরা।
কালিগঞ্জ( সাতক্ষীরা)প্রতিনিধি
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস নানা অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়েছে। প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের শুভ সূচনা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা সরকারি ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট বাসভবনসহ অন্যান্য প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৭টায় সরোয়ারদী পার্কে বিজয়স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন কালীগঞ্জ উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, উপজেলা আওয়ামীলীগসহ অঙ্গ সহযোগি সংগঠন, উপজেলা জাতীয় পার্টি, প্রেসক্লাব, ফায়ার সার্ভিস, দুর্নীতি প্রতিরোধ কমিটি, শিল্পকলা একাডেমি, ক্রীড়া সংস্থা, পূজা উদযাপন পরিষদ, লেডিস ক্লাব, জাতীয় শ্রমিক লীগ, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সোহরাওয়ার্দী পার্কের বিজয় স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও মহাৎপুর সরকারি কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা শহীদ ইউনুস আলীর মাজার জিয়ারত শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
সকাল ৮টায় জাতীয় সংগীতের মাধ্যমে উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এসএম, জগলুল হায়দার। এ সময় আরো বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান প্রমুখ।
পরে প্যারেড কমান্ডার এসআই সেলিম রেজার নেতৃত্বে থানা পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কাউট গার্লস গাইড, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন করে।
পরবর্তীতে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা প্রদান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এসএম, গোলাম ফারুক। এ সময় মঞ্চে মুক্তিযোদ্ধাদের সকলকে গোলাপ ফুল দিয়ে বরণ ও মিষ্টি প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয় পরে স্কুল কলেজের ছাত্রছাত্রীর মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্কাউট গার্লস গাইড ও শরীরচর্চা প্রদর্শনীতে এবং ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয়। বাদ জোহর মসজিদে সন্ত্রাস ও জঙ্গি বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে জনমত সৃষ্টি ও জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে এবং মুক্তিযুদ্ধে শহীদ আত্মদানকারী যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করা হয়। বিকেলে উপজেলা পরিষদ মাঠে প্রীতি ফুটবল খেলা প্রশাসন বনাম মুক্তিযুদ্ধ সমন্বয়ে একাদশ বিকাল ৩ টায় উপজেলার লেডিস ক্লাবের অংশগ্রহণে মুক্তিযুদ্ধের আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা সন্ধ্যায় আলোচনা সভা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় অনুষ্ঠিত হয়।
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
সকালে মোংলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার। অনুষ্ঠানে বিশেষ অতিথির ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সহকারি পুলিশ সুপার আসিফ ইকবাল ও থানা অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম। জাতির পিতার প্রতিকৃতিতে মাল্যদান, স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, প্রমীলা ফুটবল প্রতিযোগিতা, বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও মোমবাতি প্রজ্জ্বলন, ব্যাডমিন্টন প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের বিশেষ উপহার প্রদান এবং জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত। এছাড়া মোংলা বন্দর, নৌবাহিনী ও কোস্ট গার্ড, আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলা প্রাশসনের আয়োজনে যথাযথ মর্যদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে অফিস ভবনে জাতীয় পতাকা উত্তোলন, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন, মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা, শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল ও অফিস ভবন আলোকসজ্জা করা হয। শনিবার সকাল ৮টায় উপজেলা মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুরালে শহীদদের স্মরণে পুষ্প অর্পণ ও র্যালি বের করা হয়। সকাল সাড়ে ৮টায় বিএম হাই স্কুল মাঠে জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তলণ, শান্তির পায়রা ও বেলুন উড়ানো, বীর মুক্তিযোদ্ধোদের ফুল দিয়ে বরণ এবং পরিশেষে বাংলাদেশ পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাসির উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, সহকারী কমিশনার (ভূমি) ডা. কাজী নাজিব হাসান, থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশিদ, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঝিকরগাছা জোনাল অফিসের ডিজিএম টিএম মেসবাহ উদ্দিন, এজিএম রুবেল রানা, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদ, সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম, উপজেলা পরিষদের সিএ ইমদাদুল হক ইমদাদসহ উপজেলার মুক্তিযোদ্ধাবৃন্দ।
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদায় কালীগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার দিনব্যাপি নানা কর্মসূচি নেয়া হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল ২৬ মার্চ প্রত্যুসে থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সুচনা। সকাল সাড়ে ৬ টায় উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সূর্যোদয়ের সাথে সাথে সরকারি নলডাঙ্গা ভূষণস্কুল মাঠে পতাকা উত্তোলনের পর ফেস্টুন ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে দিবসটির উদ্বোধন করেন সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। সকাল সাড়ে ৮টা পুলিশ আনসার ভিডিপিসহ স্কুল ও কলেজের রোভার স্কাউট দলের অংশগ্রহণে কুচকাওয়াজ ও মার্চপাস্ট অনুষ্ঠিত হয়।
মার্চপাস্ট শেষে বেলা ১২ টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনের সভাপতিত্বে সভাতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। আরো অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মতলেবুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন।
প্রভাষক সুব্রত নন্দীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদ শমসের ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হেলাল উদ্দীনসহ মুক্তিযোদ্ধাগণ। এরপর বিকেলে একই মাঠে উপজেলা পরিষদ একাদশ ও সুধীজন একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
ডুমুরিয়ায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন,থানা পুলিশ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক সংগঠন সেচ্ছাসেবী সংগঠন মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
দিবসের শুরুতে প্রভাতে ৩১ বার তোপধ্বনির পর স্বাধীনতা স্মৃতিসৌধে পুষ্পস্তবক নিবেদন করা হয়। এরপর একে একে থানা পুলিশ,মুক্তিযোদ্ধা সংসদ হাইওয়ে পুলিশ, উপজেলার বিভিন্ন স্কুল কলেজ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ,আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন, বিএনপি ও এর সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন পুষ্প স্তবক অর্পণ করে। একই সথে সকাল ৭ টায় মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত উপজেলার চুকনগর বদ্ধভূমি স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পণ করে। এরপর ডুমুরিয়া কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন কুচকাওয়াজ প্যরেড ও বীর মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা প্রশাসন এক আলোচনা সভার আয়োজন করে। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল ওয়াদুদ। প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশিদ প্রমুখ। অন্যদিকে দিবসটি পালন উপলক্ষে সেচ্ছাসেবী সংগঠন স্বদেশ ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে চুকনগর মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ফ্রি মেডিকেল ক্যাম্প করে রোগীদের সেবা প্রদান করা হয়।
কপিলমুনি(খুলনা) প্রতিনিধি
স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন পরিষদের আয়োজনে কপিলমুনি কলেজের সার্বিক ব্যবস্থাপনায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। জাতীয় সংগীতের সুরধ্বনির মধ্য দিয়ে অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহারের সভাপতিত্বে মূল অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন এ্যাড. বিপ্লব কান্তি মন্ডল, আনন্দ মোহন বিশ্বাস, ত্রিদিব কান্তি মন্ডল, শেখ ইকবাল হোসেন খোকন, অধ্যক্ষ মাওলানা আ. সাত্তার, প্রধান শিক্ষক কবির আহমেদ, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, সাংবাদিক আ. রাজ্জাক রাজু, পলাশ দাশ ও ছাত্রলীগ নেতা আজমল হোসেন বাবু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক শেখ ময়েনুল রহমান ময়েজ ও শফিউল আলম।
হৈবতপুর ঊষার আলো সামাজিক সংগঠন
মনিরুজ্জামান মনির
যশোর সদর উপজেলা হৈবতপুর ইউনিয়নে ‘ঊষার আলো’ সামাজিক সংগঠনের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার সকালে ইউনিয়ন পরিষদ থেকে সাতমাইল বাজারে র্যালি করে সংগঠনটি। র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হৈবতপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সিদ্দিক। তিনি প্রথমে পতাকা উত্তোলন করে এবং স্বাধীনতা দিবস সম্পর্কে আলোচনা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সভাপতি ফেরদৌস হাসান, সাধারণ সম্পাদক মামুন রেজা, সদস্য রিয়াজ, নাইস, বাবু এবং শাহ আলম প্রমুখ।
নড়াইল প্রতিনিধি
নড়াইলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ২৬ সে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।
দিনটি উপলক্ষে সকাল নয়টায় নড়াইল জেলা বীরশ্রেষ্ঠ শহীদ নুর মুহাম্মাদ স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ ও সালাম প্রদর্শন অনুষ্ঠিত হয়।
এর আগে জেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদের স্মরণে নড়াইল পুরাতন বাসটার্মিনাল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে নড়াইলের শাহিদ বীর মুক্তিযুদ্ধাদের গণকবরস্থানে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তানজিলা সিদ্দিকা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত কবির, বাংলাদেশ আওয়ামী লীগ নড়াইল জেলা সাখার সভাপতি এ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান (নিলু) পৌর মেয়ের আঞ্জুমান আরা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসমোতারাসহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
কেশবপুরে মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড
কশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুর উপজেলা মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় পাতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের উপজেলা শাখার আহবায়ক প্রভাষক কাজী মুজাহিদুল ইসলাম পান্নার সভাপতিত্বে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ও সাগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনি, এ্যাডভোকেট আফরোজা রোজি, মুক্তি বিশ্বাস, মাহাফুজ্জামান মুক্তি, রবিউল ইসলাম রবি, সদস্য কাজী আযহারুল ইসলাম মানিক, হারুন আর রশিদ মুক্তি, হাবিবুর রহমান হাবিব, কাজী মাজাহারুল ইসলাম, শেখ আব্দুল আলীম, শেখ আব্দুর সবুর, লাভলী ইয়াসমীন, এনামুল কবীর, আবু সেলিম, ইয়াসমিন সুলতানা, প্রমুখ।
ছাতিয়ানতলা-চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়
চুড়ামনকাটি (যশোর)প্রতিনিধি
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যশোর সদরের ছাতিয়ানতলা-চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার বিকালে ক্রীড়া প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চুড়ামনকাটি ইউপি চেয়ারম্যান দাউদ হোসেন। এ সময় আরো বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীরমুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রন্টু, সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য মোফাজ্জেল হোসেন, মৃত্যুঞ্জয় কুমার কুন্ডু, আব্দার রহমান, সাইফুল ইসলাম, শহীদ হোসেন, স্মৃতি রানী কর, ইউপি সদস্য সদস্য তৌহিদুর রহমান, মাহবুব হাসান রানু, বি এম ফিরোজ আহম্মেদ, রওশন আলী, নাজমা বেগম, থানা যুবলীগের আহবায়ক মেহেদী হাসাস রুনু, ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি তানভীর রকসি প্রমুখ। দুই দিনব্যাপি ক্রীড়া অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান।
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
যথাযোগ্য র্মযাদায় ও একাধিক কর্মসূচির ম্যধ্য দিয়ে তালায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২২ পালিত হয়েছে। তালা উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালনে ২দিন ব্যপী গৃহিত কর্মসূচির শেষ দিনে ২৬ মার্চ প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। উপজেলা পরিষদ চত্বরে সকাল সাড়ে ৭টায় জাতীর জনকের প্রতিকৃতি ও উপজেলা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে উপ-শহরে একটি র্যালি বের হয়। র্যালি শেষে তালা বি দে সরকারি উচ্চ বিদ্যালয়ের পুরাতন খেলার মাঠে পুলিশ প্রশাসন, আনসার ও ভিডিপি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে শারীরিক কসরত প্রদর্শনী হয়। এছাড়া, একইস্থলে মহান শহিদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন, উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম মাওলানা তাওহিদুর রহমান। অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান সহ দিবসটির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস। বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সহকারি কমিশনার (ভূমি) এস. এম. তারেক সুলতান, তালা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান, পাটকেলঘাটার থানান ওসি কাঞ্চন কুমার রায়, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ ইনামুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান ও মুরশিদা পারভীন পাঁপড়ি, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, আলাউদ্দিন জোয়ার্দ্দার এবং অধ্যক্ষ আব্দুর রহমান প্রমুখ। সভা পরিচালনা করেন জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার।
দিবসটি উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচ এবং রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।