নিজস্ব প্রতিবেদক: যশোর সদরের আরবপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় বেসরকারীভাবে সদর উপজেলা পরিষদ থেকে এ ফলাফল ঘোষনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা বাদল চন্দ্র অধিকারী। এ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী শাহারুল ইসলাম বিপুল ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
নৌকা প্রতীকে শাহারুল ইসলাম ৯ হাজার ৬শত ৯৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী শহিদুজ্জামান শহিদ আনারস প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৮৪ ভোট এবং আসাদুজ্জামান খোকন চশমা প্রতীকে ৩ হাজার ১৮ ভোট পেয়েছেন। এ নির্বাচনে ৩২ হাজার ৮০০ ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করেছেন। সকাল ৮ টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪ টা পর্যন্ত ১৬ টি ভোট কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: যশোরে ককটেল বিস্ফোরণে এক ব্যক্তির শরীর ঝলসে গেছে

