নিজস্ব প্রতিবেদক
বিভাগীয় বিপিও সামিট বাংলাদেশ-২০২৩ (খুলনা বিভাগ) অনুষ্ঠিত হচ্ছে যশোরে। দেশের আউটসোর্সিং শিল্পের জন্য নিবেদিত একক ও কেন্দ্রীয় বাণিজ্য সংস্থা ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)’-এর উদ্যোগে এবং সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অন্তর্গত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত ‘বিজনেস প্রোমোশন কাউন্সিল’-এর সার্বিক সহযোগিতায় মে-জুলাই মাসব্যাপী দেশজুড়ে পালিত হচ্ছে বিপিও সামিট বাংলাদেশ ২০২৩। গত ২৩-২৪ মে রাজশাহী বিভাগ থেকে যাত্রা শুরু করে বিভাগীয় বিপিও সামিট। আর এরপর সামিট অনুষ্ঠিত হয় সিলেট বিভাগে। তারই ধারাবাহিকতায় এবারে তৃতীয় পর্যায়ের বিভাগীয় অনুষ্ঠান আগামী ১৫ ও ১৭ জুন খুলনা বিভাগের অন্তর্গত যশোর জেলায় অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে ফস্টারিং বিপিও ইন্ডাস্ট্রি টু অ্যাচিভ স্মার্ট বাংলাদেশ শীর্ষক পলিসি ডায়লগ সেশনের মধ্য দিয়ে শুরু হয় খুলনা বিভাগীয় পর্যায়ের এ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাক্কো পরিচালক কাওসার আহমেদ, ‘বাক্কো লোকাল মার্কেট ডেভেলপমেন্ট উপকমিটির চেয়ারম্যান মৃধা মাহফুজ-উল-হক চয়ন, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
পরবর্তী ধাপে ১৭ জুন সকাল ১০টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ ‘বিপিও ক্যারিয়ার ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হবে। একইদিন বিকেলে বিভাগীয় বিপিও সামিট ২০২৩ (খুলনা বিভাগ)-এর মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে দুপুর আড়াইটায় যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে।