নিজস্ব প্রতিবেদক
সদর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ার যশোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে আঞ্জুমানারা একাডেমি মাঠে নির্বাচনী সমাবেশ করেছেন। শনিবার বিকেলে সেখানে সমাবেশ থেকে ভোট প্রার্থনা করেন তিনি।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মীর জহুরুল ইসলাম। পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা যুবলীগের প্রচার সম্পাদক জাহিদ হোসেন মিলনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সহসভাপতি সৈয়দ মেহেদী হাসান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অশোক বোস, যুবলীগ নেতা হুসাইন গালিব, জেলা তরুণ লীগের সাধারণ সম্পাদক আব্দার রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক এসএম রাফসান জান নিশাত।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মাহাবুবুর রহমান, যুবলীগের অর্থ সম্পাদক ফিরোজ আলম, সদস্য সৈয়দ মুনসুর আলম, উজ্জল হোসেন ও বিপ্লব সুলতান বিপু, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক শেখ মাহমুদ হোসেন, যশোর পৌরসভার কাউন্সিলর সাইদুর রহমান রিপন, সদর উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক রেখা খাতুন, ৪ নম্বর ওয়ার্ড যুবমহিলা লীগের সভাপতি রেহেনা পারভীন। সমাবেশ পরিচালনা করেন ছাত্রলীগ নেতা অহিদুল ইসলাম রাব্বি।
এদিকে, এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত কচুয়া ইউনিয়নে এবং রাতে বসুন্দিয়া ইউনিয়ন ও লেবুতলা ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন ফাতেমা আনোয়ার।