নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন যশোর জেলা শাখার উদ্যোগে শনিবার সকাল ১১ টায় যশোর শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি শিক্ষক কর্মচারীদের ৫০% বাড়ি ভাড়া, ১০০% বোনাস, ১৫শ টাকা চিকিৎসা ভাতা, ইবতেদায়ী ও ননএমপিও ভুক্তদের এমপিওভুক্তকরণ, অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণ তহবিল ও অবসর সুবিধা দ্রুত পরিশোধের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।
প্রেসক্লাব যশোরের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের যশোর জেলা সভাপতি অধ্যাপক আবুল হাশিম রেজা। বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশনের যশোর জেলা উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিকী, যশোর জেলা কলেজ শিক্ষক পরিষদের সভাপতি সভাপতি অধ্যাপক জয়নুল আবেদীন, মাদ্রাসা শিক্ষক পরিষদের যশোর জেলা সেক্রেটারি মাওলানা জাকির হোসাইন, ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা সভাপতি রবিউল ইসলাম, আদর্শ শিক্ষক পরিষদের যশোর শহর সভাপতি অধ্যাপক আশরাফ আলী, সদর উপজেলা সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রোকসানা পারভীন প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি প্রেসক্লাব থেকে শুরু করে দড়াটানা, চিত্রার মোড় হয়ে ফের প্রেসক্লাবে এসে শেষ হয়।

 
									 
					