নিজস্ব প্রতিবেদক
বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত যশোরের বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সাথে পদোন্নতি সূত্রে বদলি জনিত বিদায় উপলক্ষে মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) প্রলয় কুমার জোয়ারদার। এসময় বিদায়ী পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন পেশাজীবী সংগঠন ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। পুলিশ সুপার আগত অতিথিবৃন্দের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সুযোগ-সুবিধার কথা মনোযোগ দিয়ে শোনেন।
পরবর্তীতে তিনি সকলের উদ্দেশ্যে বলেন, আমি চেষ্টা করেছি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করতে। আমি কখনো কোন অপশক্তির কাছে মাথা নত করিনি। আমি সব সময় চেষ্টা করেছি আমার উপর অর্পিত সরকারি দায়িত্ব সততার সাথে, পেশাদারিত্বের সাথে এবং সাহসিকতার সাথে পালন করতে। আর আমার মনে হয় অতীতের চেয়ে যশোরের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো ছিল।
এসময় তিনি উল্লেখ করেন, তার কর্মকালে প্রতিটি নির্বাচনই কোন ধরনের সহিংসতা ছাড়াই অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, আমি চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করেছি। এব্যাপারে কাউকে বিন্দুমাত্র ছাড় দেইনি।
তিনি বলেন, আমার এই প্রায় সাড়ে তিন বছরের দায়িত্ব পালনকালে আপনাদের সহযোগিতা পেয়েছি, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরো বলেন, আমি সবসময় নিজে সৎ থেকে আমার অধীনস্থদের সৎ পথে পরিচালনা করেছি। এক্ষেত্রে আমার চেষ্টার কোন ত্রুটি ছিল না। পরিশেষে তিনি এবং তার পরিবারের সুস্থতা ও মঙ্গল কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
