নিজস্ব প্রতিবেদক
বিভিন্ন সময় হত্যায় জড়িতদের বিচার দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও শোক র্যালি করেছে জেলা যুবদল ও ছাত্রদল। পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে দেশি-বিদেশি ষড়যন্ত্রে সেনাবাহিনীর অফিসার হত্যা, ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডব, শাপলা চত্বরে রাতের অন্ধকারে অসংখ্য আলেম ও মাদ্রাসা ছাত্রকে হত্যা, গত ১৫ বছরে অসংখ্য গুম-খুন, রাষ্ট্রীয় বাহিনীগুলোকে দানবে পরিণত করার মাধ্যমে বিএনপিসহ বিরোধী দলগুলোর আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন, হেফাজতে নির্যাতন ও হত্যা, কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নৃশংস হত্যার বিচার দাবিতে এ বিক্ষোভ সমাবেশ হয়।
বুধবার বিকেলে শহরের দড়াটানা চত্বরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলা যুবদল। বিক্ষোভ সমাবেশে জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ ও সাধারণ সম্পাদক আনসারুল হক রানার নেতৃত্বে উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবুলসহ নগর, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের যুবদল নেতাকর্মীরা। এর আগে বেলা ৪টার দিকে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবুর নেতৃত্বে যুবদলের একাংশ শহরের আরএন রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি চৌরাস্তায় গিয়ে শেষ হয়।
এদিকে বিকেল ৫টার দিকে শহরের লালদিঘী পাড়স্থ বিএনপির দলীয় কার্যলয়ের সামনে থেকে শোক র্যালি বের করে জেলা ছাত্রদল। র্যালিটি মণিহার চত্বরে গিয়ে শেষ হয়। এময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি খান আলী রাজা, যুগ্ম-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, হাসান আহমেদ, ওমর খসরু রুমন, সাগর হোসেন, গোলাম হাসান সনি, কাজী টনি, প্রচার সম্পাদক রাজিবুল হক তূর্য্য, দপ্তর সম্পাদক জীবন হোসেন, আইন সম্পাদক জুবায়ের হোসেন মারুফ, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন, সদস্য সচিব পিকুল আহমেদ, নগর ছাত্রদলের সদস্য সচিব মাসুদ কায়সার ইস্তি, যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন, এমএম কলেজ ছাত্রদলের আহ্বায়ক শেখ হাসান ইমাম, সদস্য সচিব কামরুল হাসান প্রমুখ।

 
									 
					