কল্যাণ ডেস্ক: বিভিন্ন স্থানে আন্তর্জাতিক নারী দিবস-২০২২ বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি নেয়া হয়। দৈনিক কল্যাণের প্রতিনিধিদের পাঠানো খবর :
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৮ মার্চ সকাল ১০ টায় দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন নানা আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয়। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতারণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, অনুষ্ঠান সঞ্চলনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান।
শার্শা (যশোর) প্রতিনিধি
শার্শা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার ৮ মার্চ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে আলেচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন, শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান শার্শা থানার তদন্ত ওসি তারিকুল ইসলাম, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল, শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন তোতা, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার প্রমুখ। আলোচনা শেষে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মঙ্গলবার বেলা ১১ টায় মোংলা পোর্ট পৌরসভার কনফারেন্স রুমে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেজেএস ক্রেইন প্রকল্পের আয়োজনে র্যালি ও আলোচনা সভার উদ্বোধন করেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। আরও বক্তব্য রাখেন পৌর যুবলীগের সভাপতি ও কাউন্সিলর এসএম কবির হোসেন, কাউন্সিলর শরিফুল ইসলাম, কাউন্সিলর হুমায়ুন আহম্মেদ নাসির, মহিলা কাউন্সিল জাহানারা হোসেন চানু প্রমুখ। আলোচনা সভা কুইজের আয়োজন করা হয় এবং ৭ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
শালিখা মাগুরা প্রতিনিধি
মাগুরার শালিখায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকালে উপজেলা চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা মিলোনায়তনে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ উল হাসান। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার সুলতানা, বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেন, সহকারী কমিশনার ভূমি তিথি মিত্র, শালিখা থানা ওসি বিশারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার সাবানা, বীর মুক্তিযোদ্ধা আবুবক্কার মাষ্টার, আড়পাড়া ইউনিয়ন চেয়ারম্যান আরোজ আলী।
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল। অন্যান্যের বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা প্রমুখ।
এছাড়া এদিন সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর-মহেশপুর রোডে ঝিনাইদহ এইচআরডিএফের উদ্যোগে আনর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফতেপুর গাজীরননেছা বালিকা বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রী ও এইচআরডিএফের সদস্যদের যৌথ উদ্যোগে র্যালি শেষে বিদ্যালয়ের হলরুমে সহকারী প্রধান শিক্ষক মাহাবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ এইচআরডিএফের সভাপতি সাংবাদিক আব্দুর রহমান।
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রশাসন ও ব্র্যাকের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি শ্যামনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেনের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন, শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতউল হক দোলন, মহিলা বিষয়ক কর্মকর্তা সারিদ বিন শফিকের সঞ্চলনায় আরও বক্তব্যে রাখেন ব্র্যাকের মোস্তফিজুর রহমান।
চৌগাছা (যশোর) প্রতিনিধি
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে ছালমা আক্তারের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। শিক্ষক নাজমা আক্তার শিমুর উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ, উপজেলা মৎস্য কর্মকর্তা হরিদাস বিশ্বাস, মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সভানেত্রী রাফেজা খানম।
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে কিশোরী সম্পদ উন্নয়ন কেন্দ্র (এআরসি) তে অগ্রগতি সংস্থার আয়োজনে ও দাতা সংস্থা ইউএস-এইড ও উইনরক ইন্টারন্যাশনালসহ মুম্বাই স্মাইলসের সহযোগিতারয় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বাইসাইকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কিশোরী সম্পদ উন্নয়ন কেন্দ্রের সভাপতি হরিদাস ঘোষ। প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আল মামুন। বিশেষ অতিথি ছিলেন দেবদাস রায়, হাবিবুর রহমান।
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পাইকগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি আক্তারুজ্জামান বাবু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমিরণ সাধু, পৌর কাউন্সিলর আসমা আহমেদ, যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম। প্রভাষক বজলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান।
সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে নারী দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। পরে জেলা শিল্পএকাডেমীতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক এ.কে.এম শফিউল আযমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির। বিষেশ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা আসাদুজ্জামান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরার চেয়ারম্যান জোছনা আরা, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ প্রমুখ। শেষে তিন জন সফল ও সাহসী নারীকে সম্মাননা প্রদান করা হয়।
নড়াইল প্রতিনিধি
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১১টার দিকে জেলা পুলিশের আয়োজনে একটি র্যালি রুপগঞ্জ মুচিরপোল এলাকা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পুলিশ লাইনসে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে অতিরিক্ত পুলিশ সুপার তানজিলা সিদ্দিকীর সভাপতিত্বে জেলা পুলিশ লাইনসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অথিতি ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়।
আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র আঞ্জুমান আরা, সদর থানার অফিসার ইনচার্জ শওকত কবির, বিশেষ শাখার অফিসার ইনচার্জ মীর শরিফুল হক প্রমুখ।
কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি
কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার।
মঙ্গলবার সকালে কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নির্বাহী অফিসার সাদিয়া জেরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, উপজেল ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা ফায়ার স্টেশনের কর্মকর্তা ড. মামুনুর রশিদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল্লাহ-হেল আল মাসুমসহ উপজেলা পরিষদের অন্নান্য দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ।
জয়তী সোসাইটি
জয়তী সোসাইটি যশোরের আয়োজনে আন্তর্জাতিক নারীদিবস-২০২২ উদ্যাপন উপলক্ষে নারী চালিত ৩০টি মোটরসাইকেল, ৩০টি রিকসা, ঘোড়ার গাড়ি ও ব্যান্ড পার্টি সজ্জিত এক বর্ণাঢ্য র্যালি প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে র্যালিটি উদ্বোধন করেন পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন।
উপস্থিত ছিলেন নাজিম উদ্দিন মোল্লা, জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস, ম্যানেজার (অর্থ ও প্রশাসন) অসীম কুমার বিশ^াস, প্রোগ্রাম ম্যানেজার রোকনুজ্জামানসহ ব্যবস্থাপকবৃন্দ, জয়তী সোসাইটির ৫৪টি সংগঠনের নেতা-সদস্য এবং নারী মোটর সাইকেল চালক। -প্রেস বিজ্ঞপ্তি