কল্যাণ ডেস্ক: ‘মাদককে না বলি’ সুশিল সমাজ গড়ে তুলি’ এ স্লোগানে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে র্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মকাণ্ড পালনের মধ্য দিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালন করা হয়েছে। এসময় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানানো হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট :
মহেশপুর
ঝিনাইদহের মহেশপুরে রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে এ দিবস উদযাপন করা হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মহেশপুর প্রেসক্লারের সভাপতি আব্দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, কৃষি কর্মকর্তা হাসান আলী, উপজেলা প্রকৌশলী শাহরিয়ার আকাশ প্রমুখ।
শালিখা
মাগুরার শালিখা উপজেলা পরিষদ সভা কক্ষে, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজন করা হয়। রোববার সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তারিফ-উল-হাসান। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে তাহমিনা মিতু, উপজেলা শিক্ষা অফিসার আকবার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রাজীবুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছিমা খাতুন, উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপ্লব কুমার রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুবক্কার মাস্টার, এএফপিও প্রণয় সাহা, শালিখা প্রেসক্লাবের সাংবাদিক হাবিবুল হক প্রমুখ।
পাইকগাছা
পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার সকালে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, ইউআরসি ইন্সট্যাক্টর ঈমান উদ্দীন ও পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ।
কালীগঞ্জ
কালীগঞ্জ উপজেলা পরিষদ থেকে মাদক বিরোধী এক র্যালি শহর প্রদক্ষিণ শেষে পরিষদের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ^াস, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ মামুনুর রশিদ, শহীদ নুর আলী কলেজের প্রভাষক মাসুদ সাজ্জাদ, এ এন্ড এফ কলেজের প্রভাষক আবুল কালাম, এম ইউ কলেজের প্রভাষক আল মাসুদ ও সরকারি নলডাঙ্গা ভূষণ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মনোয়ার হোসেন ওয়াসিম প্রমুখ।
কলারোয়ায়
কলারোয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরার যৌথ আয়োজনে ‘মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছিরউদ্দীন মৃধা, কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, তালা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু বক্কর সিদ্দিক, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আব্দুল মজিদ, প্রধান শিক্ষক কামরুল হাসান, বিজিবি প্রতিনিধি, ইউপি সচিবগণ, সাংবাদিকবৃন্দ প্রমুখ।