কল্যাণ ডেস্ক: যশোরসহ বিভিন্ন স্থানে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। দিবসটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
পাইকগাছা প্রতিনিধি জানান, পাইকগাছায় বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করে। উন্নয়ন সংস্থা নবলোক ও ড্রপের সহযোগিতায় র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রাজু হাওলাদার, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক জয়ন্ত সরকার ও নবলোকের উপজেলা ব্যবস্থাপক মাসুম বিল্লাহ।
কেশবপুর (যশোর) প্রতিনিধি, কেশবপুরে সোমবার সকালে বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএম আরাফাত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মুন্সি আছাদুল্লাহ, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাওসিফ তামিম সিয়াম প্রমুখ।