কল্যাণ ডেস্ক: ‘মুজিব বর্ষের অঙ্গিকার রক্ষা করব ভোটাধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে গতকাল সারাদেশের মত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি জানান, ডুমুরিয়ায় জাতীয় ভোটার দিবস পালন করেছে উপজেলা নির্বাচন অফিস। গতকাল বুধবার সকাল ১১ টায় শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘মুজিব বর্ষের অঙ্গিকার রক্ষা করব ভোটাধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলা নির্বাচন অফিসার কল্লোল বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল ওয়াদুদ, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোসাদ্দেক হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা রানী মজুমদার, এসময় উপজেলায় কর্মরত কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সূধীজন সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাঘারপাড়া প্রতিনিধি জানান, উপজেলা নির্বাচন কমিশন বাঘারপাড়ার আয়োজনে দিবসটি পালন উপলক্ষে উপজেলা চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভিন সাথী। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আ,ন,ম আবুজর আবু গিফারী, উপজেলা নির্বাচন কর্মকর্তা ওয়াহিদা আফরোজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান বিথিকা রানী বিশ্বাস, বাঘারপাড়া পৌরসভার মেয়র জনাব কারুজ্জামান বাচ্চু, প্যানেল মেয়র শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।
কেশবপুর (যশোর) প্রতিনিধি জানান, দিবসটি পালন উপলক্ষে গতকাল উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে ফিতা কেটে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।
পরে উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশিদের সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় আরো বক্তব্য দেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বজলুর রশিদ, সাংবাদিক এম এ রহমান ও সাইদুর রহমান সাইদ।
শালিখা (মাগুরা) প্রতিনিধি জানান, ভোটার দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার। উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তারিফ-উল-হাসান। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, উপজেলা নির্বাচন অফিসার মতিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রাজীবুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আলমগীর হোসেন, উপজেলা মৎস্য অফিসার কৃষিবিদ শারমিন আক্তার, মহিলা বিষায়ক কর্মকর্তা নাসরিন আক্তার সুলতানা, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন অফিসার প্রকাশ কুমার চক্রবর্তী, উপজেলা শিক্ষা অফিসার আকবার হোসেন, পরিসংখান কর্মকর্তা নাজমুল হুসাইন, শালিখা জাইকার (ইউডিএফ) কৃষিবিদ ইবাদ আলী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মমিনুর রহমান, বিআরডিবি সজিব মজুমদার প্রমূখ।
কালিয়া (নড়াইল) প্রতিনিধি জানান, কালিয়া উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা চত্বরে প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে বর্ণাঢ্য র্যালি বের হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরফিুল ইসলাম, নির্বাচন অফিসার সুজন কুমার, মহিলা ভাইস চেয়ারম্যান সোহেলী পারভীন নিরি, ভাইস চেয়ারম্যান ইব্রাহীম শেখসহ আরো অনেকে।
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি জানান, কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে পরিষদের সন্মেলন কক্ষে জাতীয় ভোটার দিবস পালন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ।
স্বাগত বক্তব্যে উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন বলেন, স্বচ্ছ ভোটার তালিকা তৈরিতে সরকার বদ্ধ পরিকর। সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস , প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন ও কালীগঞ্জ পল্লী বিদুৎতের ডিজিএম কামরুজ্জামান প্রমুখ।
সাতক্ষীরা জেলা প্রতিনিধি জানান, দিবসটি উপলক্ষে জেলা নির্বাচন অফিসের উদ্যোগে বুধবার সকাল ১১ টায় র্যালী, বেলুন উড়ানো ও নতুন ভোটারদের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস কার্যালয় থেকে র্যালীটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, উপজেলা নির্বাচন অফিসার শেখ সরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার শেখ শহিদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল গনি প্রমুখ।