নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ বিমান বাহিনীর ৮২তম বাফা কোর্স ও ডিরেক্ট এন্ট্রি-২০২৩ কোর্স এর কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার যশোর বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে তিনি গ্র্যাজুয়েটিং অফিসারদের মাঝে পদক এবং ফ্লাইং ব্যাজ বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে বিমান বাহিনী প্রধান বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল একটি আধুনিক, শক্তিশালী ও পেশাদার বিমান বাহিনী গঠনের। তার ঐকান্তিক ইচ্ছায় স্বাধীনতার পরপরই তৎকালীন বিমান বাহিনীতে যুক্ত হয় অত্যাধুনিক বিমান, হেলিকপ্টার ও এয়ার ডিফেন্স র্যাডার। জাতির পিতার স্বপ্ন ও দূরদৃষ্টিকে সামনে রেখে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বাংলাদেশ বিমান বাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সম্প্রতি বিমান তৈরির একটি অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ সম্পন্ন করেছেন- যা শিঘ্রই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে।
তিনি আরও বলেন, অতিসম্প্রতি তুরস্ক ও সিরিয়ায় সংঘটিত ভূমিকম্প কবলিতদের জন্য বিমান বাহিনীর পরিবহন বিমানের মাধ্যমে সহায়তাকারী দল ও মানবিক সহায়তা প্রেরণ এবং রাজধানীর বঙ্গবাজার ও নিউমার্কেটে সংঘটিত ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ বিমান বাহিনী সদস্যগণের সক্রিয় অংশগ্রহণ ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। এ কুচকাওয়াজ এর মাধ্যমে ৬ জন মহিলা অফিসার ক্যাডেটসহ মোট ২২ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন।
কুচকাওয়াজ শেষে বিমান বাহিনী একাডেমির বিভিন্ন প্রকার বিমানের মনোজ্ঞ ফ্লাইপাস্ট ও আকর্ষণীয় এরোবেটিক ডিসপ্লে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।