পাটকেলঘাটা প্রতিনিধি
সাতক্ষীরা জেলার তালা উপজেলার মাগুরা ইউনিয়নে বিয়ের প্রলোভনে স্কুল ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে মাগুরা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ময়নুল ইসলামের ছেলে রাসেল বাদশাা (২২) বিরুদ্ধে। বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে দশম শ্রেণিতে পড়ুয়া নাবালিকা ওই ছাত্রী।
শুক্রবার বিকেলে মাগুরাডাঙ্গা গ্রামে ওই ঘটনার পর রাতে তালা থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে। এ ঘটনায় ধর্ষিতার মা মামলা করেছেন। পুলিশ প্রেমিক রাসেল বাদশাকে আটকের চেষ্টা করছে।
আরও পড়ুন: বাবার সাথে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল শিশুর
ওই ছাত্রী বলেন, প্রায় এক বছর থেকে রাসেলের সাথে প্রেমের সম্পর্কের সূত্র ধরে রাসেল তাকে বিয়ে করবে বলে ধর্ষণ করে। বর্তমানে আমি দুই মাসের অন্তঃস্বত্ত্বা। তাই তার বাড়িতে এসে উঠি। পরে পুলিশ আসলে বিষয়টি তাদের খুলে বলি এবং পুলিশের সহযোগিতায় মামলা করা হয়।’
এ বিষয়ে ঐ যুবকের পিতা মাগুরা ইউপি সদস্য মোঃ মইনুল ইসলাম জানান, আমার ছেলে যদি দোষী হয় তা হলে তাদের বিয়ের ব্যবস্থা করা হবে। কিন্তু এই মেয়ের বয়স ১৬ হওয়ায় কিভাবে বিয়ে সম্ভব।
তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী রেজাউল করিম জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করার অভিযোগে ধর্ষিতার মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামী আটকের চেষ্টা চলছে।