নিজস্ব প্রতিবেদক
বিয়ের প্রলোভনে ধর্ষণ করায় যশোরে এক বুদ্ধিপ্রতিবন্ধী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ওই নারীর বড়বোন বাদী হয়ে রেলস্টেশন এলাকার হজু মোল্লার পালক ছেলে রোহিতের বিরুদ্ধে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করেছে। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ কাজী বাবুল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অভিযোগে ভুক্তভোগী নারীর বড় বোন উল্লেখ করেছেন, তার বাড়ি ও রোহিতের বাড়ি পাশাপাশি। সে তার বাড়ির পাশ দিয়ে যাতায়াত করতেন। তার ছোট বোন সহস সরল ও বুদ্ধি প্রতিবন্ধী হওয়ার সুযোগ নেন। এ সুযোগে গত বছরের ১০ আগস্ট বিয়ের প্রলোভন দেখিয়ে তার বোনের সাথে শারীরিক সম্পর্ক করে। একইভাবে চলতি বছরের ২ ফেব্রুয়ারি তার বোনের সাথে মিলিত হন। বিয়ের কথা বললে আজ না কাল বলে ঘুরাতে থাকে। এক পর্যায় এ বিষয়ে বাড়াবাড়ি করলে নানা ধরনের ক্ষয়ক্ষতির হুমকি দেন। বাধ্য হয়ে তিনি আইনের আশ্রয় নেন।
এদিকে, স্থানীয়রা জানায় ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বুধবার স্থানীয় গণ্যমান্যরা ওই যুবককে ডেকে ঘটনার সত্যতা জানতে চান। সেসময় ওই যুবক ঘটনার কথা স্বীকার করেন। ঘটনাস্থলে হাজির হয় কোতোয়ালি থানার পুলিশের একটি টিম। সকলের সামনে ওই প্রতিবন্ধী নারীকে বিয়ের আশ্বাস দেন ওই যুবক। পরে রাতে তার লোকজন ধারালো অস্ত্রনিয়ে ওই এলাকায় হাজির হয়। যারা শালিসে অংশ নিয়েছিলেন তাদের বাড়িতে যেয়ে হুমকি ধামকি দেয়। এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ কাজী বাবুল হোসেন জানান, অভিযোগ পেয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।