নিজস্ব প্রতিবেদক
যশোরে বিয়ের ১৮ বছর পরে পাঁচ লাখ টাকা যৌতুক দাবিতে শোভা খাতুন নামে এক গৃহবধূকে মারপিটের মামলায় তার স্বামী সৈয়দ শহিদুল ইসলাম সুমেলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। সদর উপজেলার তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই একরামুল হুদা এই চার্জশিট দাখিল করেছেন।
আসামি সৈয়দ শহিদুল ইসলাম সুমেল খুলনার বানিয়াখামার এলাকার মৃত সৈয়দ রেজাউল ইসলাম খোকনের ছেলে।
বাদী শোভা খাতুন যশোর সদর উপজেলার তালবাড়িয়া গ্রামের সরদারপাড়ার সিরাজুল ইসলামের মেয়ে।
মামলার বিবরণে জানা গেছে, প্রেমের সম্পর্কের সূত্র ধরে ২০০৭ সালের ১২ মার্চ আসামি সুমেল বিয়ে করেন শোভা খাতুনকে। দাম্পত্য জীবনে তাদের দুইটি ছেলে ও একটি মেয়ের জন্ম হয়। এরপর থেকেই পাঁচ লাখ টাকা যৌতুক দাবিতে শোভার উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন সুমেল। বাধ্য হয়ে এবং মেয়ের সুখের কথা ভেবে দেড় লাখ টাকা ও আরো দুই লাখ টাকার সাংসারিক মালামাল দেন শোভার পিতা। চলতি বছরের ২১ মার্চ রাত তিনটার দিকে আবারও পাঁচ লাখ টাকা যৌতুক দাবিতে মারপিটের ঘটনায় ২২ মার্চ কোতোয়ালি থানায় মামলা করেন। তদন্ত শেষে ঘটনার সত্যতা পেয়ে আসামি সুমেলের বিরুদ্ধে আদালতে এই চার্জশিট দাখিল করেন এসআই আমিনুর রহমান।
