আন্তর্জাতিক ডেস্ক
প্রেমের সম্পর্ক থাকার পরও বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় প্রেমিকাকে হত্যা করেছে এক ব্যক্তি। অভিযুক্ত ওই ব্যক্তি হলেন জ্যাকি নাট, তিনি বিয়ের জন্য প্রেমিকা কাজল কুমারিকে জোর করতে থাকেন। তবে সামাজিক কলঙ্ক এবং দুজন ভিন্ন জাতের হওয়ায় ওই নারী বিয়ের প্রস্তাব একাধিকবার অস্বীকার করেন। এমনটাই জানিয়েছেন অভিযুক্ত নারীর মা। এক পর্যায়ে বিহারের রোহটাস জেলায় একটি প্রাইভেট গেস্টহাউজে তাদের দুজনের মরদেহ পাওয়া যায়। খবর এনডিটিভি
কাজল কুমারির মা গায়ত্রী দেবী বলেন, তার মেয়ে একটি মলে কাজ করত। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সে তার মেয়েকে ওই মলে নামিয়ে দিয়েছেন। এর কিছুক্ষণ পরই তিনি খবর পান যে, তার মেয়েকে একটি হোটেল রুমে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যাকারী বালিয়া থেকে এসেছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, জ্যাকি নিজেকে হত্যা করার আগে কাজলকে গুলি করে। পরে ওই নারীকে চিকিৎসার জন্য একটি স্থানীয় হাসপাতালে নেয়া হয়, এরপর সেখান থেকে তাকে ভারানসি হাসপাতালে পাঠানো হয়।
কাজলের মা জানায়, জ্যাকি তার মেয়েকে বিয়ের জন্য জোর করে এবং বলে তুমি আমার না হলে আর কারো হতে পারবে না। কিন্তু সে ভিন্ন জাতের হওয়ায় বিয়ে দেয়া সম্ভব ছিল না।
তবে জ্যাকির বাবা পরশ নাত ছেলেকে হত্যার ঘটনায় হোটেল কর্তৃপক্ষকে অভিযুক্ত করেছেন।
এ ঘটনায় পুলিশ ওই হোটেল রুম থেকে হত্যায় ব্যবহৃত পিস্তলটি উদ্ধার করেছে এবং ঘটনা তদন্ত করছে।