বিনোদন ডেস্ক
বিয়ে করেছেন ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার। তবে আর পর্দায় নয়, বাস্তবেই বিয়ে করেছেন তিনি। শামীমের স্ত্রীর নাম আফসানা প্রীতি।
গতকাল (৪ এপ্রিল) জুমার নামাজ শেষে তিনি জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন বলে নিশ্চিত করেছেন।
নববধূর সঙ্গে বিয়ের একটি ছবি শেয়ার করে শামীম ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ কবুল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।’
পরবর্তীতে শামীম হাসান সরকার বলেন, ‘এবার গল্পে নয়, সত্যি সত্যি বিয়ে করেছি। দুই পরিবারের উপস্থিতিতে আমাদের বিয়ে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘পাত্রী শোবিজের কেউ না।’ তবে তিনি কি করেন, কবে থেকে দুজনের পরিচয়, বিয়েটা প্রেমের নাকি পারিবারিকভাবে- এসবের কিছুই জানাননি শামীম।
বিয়ে নিয়ে আপাতত বেশি কিছু বলতে নারাজ এই অভিনেতা৷ শুধু বললেন, সময় নিয়ে বিস্তারিত বলব। সবাই নতুন জীবনের জন্য দোয়া করবেন।
এর আগে একাধিকবার বিয়ের গুঞ্জনে আলোচনায় এসেছিলেন শামীম হাসান সরকার। তবে সে সময় জানিয়েছিলেন পর্দায় বিয়ে করেছেন, বাস্তবে নয়।
