নড়াইল প্রতিনিধি
নড়াইলে বিলের মধ্যে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ করেছে।
বুধবার (৩ এপ্রিল) দুপুর ২টা ৪৫-এর দিকে সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি মধ্যপাড়ায় বিলে বিমানটি জরুরি অবতরণ করে।
এর আগে দেড়টার দিকে যশোর বিমান বন্দর থেকে উড্ডয়ন করে পিটি ৬-২৭২০ মডেলের বিমানটি। পরে ইঞ্জিন ফেইলের কারণে করতে হয় জরুরি অবতরণ।
আরও পড়ুন: বৈরি আবহাওয়ায় দেশে বিমান অবতরণে সক্ষমতা বাড়ছে
বিমানের এ জরুরি অবতরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিমানের পাইলট নাদিম ও মাহফুজকে অক্ষত অবস্থায় হেলিকপ্টার যোগে যশোর বিমানবাহিনীর ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়।
