নিজস্ব প্রতিবেদক: যবিপ্রবি উপাচার্যের মহানুভতায় নিপুন বিশ্বাস বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন। সময়মত উপস্থিত হতে না পারায় নিপুন ভর্তি হতে পারেনি। এ বিষয়ে সংবাদপত্রে খবর প্রকাশিত হলে ভিসির দৃষ্টিগোচর হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনের বিশেষ নির্দেশে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগে ভর্তির সুযোগ পাচ্ছেন নিপুন বিশ্বাস। যথাসময়ে উপস্থিত হতে না পারলেও মানবিক দিক ও নিপুনের পারিবারিক অবস্থা বিবেচনা করে বিশ^বিদ্যালয়ের আইনে উপাচার্যের ওপর অর্পিত ক্ষমতাবলে তাকে ভর্তির ব্যবস্থা করা হচ্ছে।
মঙ্গলবার বিকেলে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনের নির্দেশে বিশ^বিদ্যালয়ের ডিনস কমিটির জরুরি সভায় নিপুন বিশ্বাসের ভর্তির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ডিনস কমিটির সভায় জানানো হয়, গত ৩০ জানুয়ারি ভর্তির জন্য বিজ্ঞপ্তির মেধাতালিকার একজন শিক্ষার্থী নিপুন বিশ্বাস। পরিববহন সংক্রান্ত জটিলতার কারণে নির্ধারিত সময়ে উপস্থিত হতে পারেননি। তাই অনুষদীয় ভর্তি কমিটি নিপুনের পরবর্তী ক্রমের উপস্থিত শিক্ষার্থী বায়েজিদ মল্লিককে ভর্তি করেন। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবহিত করলে তিনি মানবিক দিক বিবেচনায় শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে একটি আসন বর্ধিত করে উক্ত শিক্ষার্থীকে ভর্তি করানোর জন্য ডিনস্ কমিটিকে অনুরোধ করেন।
যবিপ্রবি উপাচার্য বলেন, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ভর্তি কমিটি নিয়ম মেনেই হয়তো ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করেছেন। কিন্তু আরেকটু অপেক্ষা করলে, এ ধরনের অবস্থা সৃষ্টি হতো না। নিপুন বিশ্বাস সমাজের একটি অনগ্রসর পরিবারের সদস্য, আমি এটা জানতে পেরে ডিনস কমিটির জরুরি সভার নির্দেশ দিই।