নিজস্ব প্রতিবেদক
যশোরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে অতিথি ছিলেন ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. বি এম রেজাউল করিম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ। এ সময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শাহীন, যশোর পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি দীপংকার দাস রতন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহামুদ হাসান বুলু।
অনুষ্ঠানে যশোরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্র ও নজরুল সংগীত, গান, একক আবৃতি, একক গান, দলীয় নৃত্য ও থিয়েটার ক্যানভাস যশোরের পরিবেশনায় নাটক অন্দোর মহল পরিবেশিত হয়।
এদিকে, উদীচী যশোরের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা উদীচী কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সমবেত সংগীত, সমবেত নৃত্য, কবিতা আবৃতিসহ মোট ২৩ টি পরিবেশনা হয়। এ সময় উপস্থিত ছিলেন উদীচী যশোরের সভাপতি তন্দ্রা ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লবসহ উদীচী যশোরের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন কাজী শাহেদ নেওয়াজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নিশাত নওরেজ ও আহনাত হাসান।
