ক্রীড়া ডেস্ক
ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে খেলতে শ্রীলঙ্কায় আছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবেন নিগার সুলতানা জ্যোতিরা। তার আগে দলের প্রধান কোচ সারোয়ার ইমরান স্ট্রোক করেছেন বলে জানা গেছে।
বিসিবি সূত্রের খবর, রোববার অসুস্থ অনুভব করেন দেশের ক্রিকেটের অভিজ্ঞ কোচ সারোয়ার ইমরান। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার মাইল্ড স্ট্রোক ধরা পড়ে। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং চিকিৎসাধীন আছেন বলে জানানো হয়েছে।
সারোয়ার ইমরানকে হাসপাতালে রাখা হয়েছে এবং চিকিৎসকরা সার্বক্ষণিক তাকে পর্যবেক্ষণে রেখেছেন। বিসিবি সূত্র জানিয়েছে, তিনি যদি শারীরিকভাবে খারাপ অনুভব করেন কিংবা দেশে ফিরে আসতে চান, সেক্ষেত্রে তাকে দেশে আনার ব্যবস্থা করা হবে।
গত ফেব্রুয়ারিতে সারোয়ার ইমরানকে নারী ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব দেওয়া হয়। তার অধীনে ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব খেলে ওয়েস্ট ইন্ডিজের বিদায় লিখে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের মূল আসরে খেলার টিকিট কাটে।

 
									 
					