বিনোদন ডেস্ক
আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা অভিনীত ভৌতিক-কমেডি সিনেমা ’থাম্মা’ বক্স অফিসে দুর্দান্ত সফলতা পাচ্ছে। ম্যাডক হরর কমেডি ইউনিভার্স এর এই ছবিটি মুক্তির মাত্র পাঁচ দিনের মধ্যেই বিশ্বব্যাপী আয় করেছে ১০০ কোটি রুপির ও বেশি, পেছনে ফেলেছে ভেড়িয়া ছবিকে।
দীপাবলিতে মুক্তিপ্রাপ্ত থাম্মা প্রথম দিনেই ভারতে আয় করে ২৪ কোটি রুপি নেট। মাঝের কয়েকদিন সংগ্রহ কিছুটা কমলেও সপ্তাহান্তে ছবিটির আয় আবার গতি ফিরে পেয়েছে। শনিবার দেশীয় বক্স অফিসে ৩০% বৃদ্ধি পেয়ে আয় করেছে ১৩ কোটি রুপি। ফলে পাঁচ দিনে ভারতের মোট আয় দাঁড়িয়েছে ৭৮ কোটি ৬০ লাখ রুপি নেট (গ্রস আয় ৯৪.২৫ কোটি রুপি)।
বিদেশের বাজারে ছবিটি শুরুর দিকে তেমন আয় না করলেও তবে এখন এটি ভালো আয় করছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ভালো সংখ্যা রেকর্ড করেছে ছবিটি। এখন পর্যন্ত বিদেশে ছবিটির আয় প্রায় ২ মিলিয়ন ডলার যা শনিবার পর্যন্ত বিশ্বব্যাপী মোট আয়কে দাঁড় করিয়েছে ১১০ কোটি রুপিতে।
থাম্মা ম্যাডক ফিল্মসের চতুর্থ হরর কমেডি হিসেবে ১০০ কোটি রুপির মাইলফলক গড়েছে। এর আগে স্ত্রী, স্ত্রী ২ এবং মুঞ্জ্যা এই সাফল্য অর্জন করেছিল। ব্যবসায়িক দিক থেকে ছবিটি বরুণ ধাওয়ান ও কৃতি স্যাননের ভেডিয়া কে ছাড়িয়ে গেছে যার বিশ্বব্যাপী আয় ছিল ৯৫ কোটি রুপি। এখন থাম্মার লক্ষ্য মুঞ্জ্যার ১৩২ কোটির রেকর্ড ভাঙা।
আদিত্য সারপোদ্দার পরিচালিত এই ছবিতে রাশমিকা মান্দানা ও নওয়াজউদ্দিন সিদ্দিকী ভ্যাম্পায়ারের ভূমিকায়। আর আয়ুষ্মান খুরানা রয়েছেন এক সাংবাদিক হিসেবে যিনি একটি জটিল রহস্যের মধ্যে জড়িয়ে পড়েন।
ভৌতিক, হাস্যরস ও রোমাঞ্চে ভরা সিনেমাটি আরো আকর্ষণীয় হয়ে উঠবে বরুণ ধাওয়ানের বিশেষ উপস্থিতিতে। দর্শক ও সমালোচক মিলিয়ে ছবিটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
আরও পড়ুন: মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু
