নিজস্ব প্রতিবেদক
বিশ্ব ফুটবল দিবসে যশোর সদর উপজেলার বসুন্দিয়ায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বসুন্দিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে ম্যাচটিতে মুখোমুখি হয় বসুন্দিয়া খেলোয়াড় কল্যাণ সমিতি ও যশোর জেলা খেলোয়াড় কল্যাণ সমিতি।
ম্যাচটি ২-১ গোলে জয় পায় বসুন্দিয়া খেলোয়াড় কল্যাণ সমিতি। যশোর খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষে আতিক গোলটি করেন। অপরদিকে বসুন্দিয়া খেলোয়াড় কল্যাণ সমিতির শরিফুল ও সাফা গোল করেন।
প্রধান অতিথি যশোর জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজামান মিঠু ম্যাচের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক মোসলে উদ্দিন স্বপন, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সদস্য শেখ ইমামুল কবির, সঞ্জয় কান্তি ঘোষ পুলক, বিশ্বজিত সাহা, আব্দুল গফুর, শেখ মোহাম্মদ ইব্রাহিম, যশোর জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক ইমন তরফদার, নবারুণ স্কুলের অধ্যক্ষ হারুন অর রশিদ, বসুন্দিয়া স্কুল অ্যান্ড কলেজের ক্রীড়া শিক্ষক দীপঙ্কর মল্লিক, মাহফুজুর রহমান, আব্দুর রাজ্জাক প্রমুখ।
