নিজস্ব প্রতিবেদক
রোববার বিশ্ব অটিজম সচেতনা দিবস উপলক্ষে যশোরে র্যালি হয়েছে। জেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালিটি বের করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক হুসাইন শওকত, যশোর জেলা সমাজসেবা অফিসের ভারপ্রাপ্ত উপপরিচালক সাইফুল ইসলাম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন প্রমুখ।
সভায় জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, অটিজম মানুষরা সমাজের বোঝা নয়, তাদেরকে সম্পদে রূপান্তর করতে হবে। সরকার তাদেরকে নিয়ে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। সমাজের বিভিন্ন সেক্টরে অটিজম মানুষ নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। একারণে কেউ তাদেরকে অবহেলা করবেন না। তাদের সাথে ভালো আচরণ করবেন।