নিজস্ব প্রতিবেদক
‘বিশ্ব অস্টিওপোরোসিস’ দিবস উপলক্ষে যশোরে বর্ণাঢ্য আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালনের লক্ষে বুধবার সকাল ৮টায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবন থেকে র্যালিটি বের হয়। শহরের দড়াটানা মোড় ঘুরে আবার প্রশাসনিক ভবনের সামনে র্যালিটি শেষ হয়। পরে হাসপাতালের সভা কক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে বৈজ্ঞানিক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার এএইচএম আহসান হাবিব। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ অর্থোপ্লাস্টি সোসাইটি সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার এম আমজাদ হোসাইন, ঢাকা নিটোর হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার কাজী শামীম উজ্জামান। অনুষ্ঠানে প্যানেল এক্সপার্ট হিসাবে উপস্থিত ছিলেন যশোর মেডিকেল কলেজের অর্থোপেডিক্স এন্ড সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মাদ জহিরুল ইসলাম, সহকারী অধ্যাপক ডাক্তার চিত্তরঞ্জন রায়। অনুষ্ঠানের শুরুতে দিবসটির মূল প্রবন্ধ উপস্থাপন ও সঞ্চালনা করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার পার্থ প্রতীম চক্রবর্ত্তী।