নিজস্ব প্রতিবেদক
বিশ্ব তামাকমুক্ত দিবসে বুধবার যশোরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক যশোরের সমন্বয়ে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টর যশোর বাস্তবায়িত সকল প্রতিষ্ঠান ও প্রকল্পের কর্মকর্তা ও কর্মীর এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। যশোর কালেক্টরেট চত্বরে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন স্থানীয় সরকার যশোরের উপ-পরিচালক রফিকুল হাসান।
র্যালি শেষে জেলা প্রশাসকের অমিত্রাক্ষর সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসএম শাহীন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার যশোরের উপ-পরিচালক রফিকুল হাসান। আলোচনা করেন সিভিল সার্জন কার্যালয় যশোরের মেডিকেল কর্মকর্তা ডা. রেহেনওয়াজ, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস ইভা, যশোর সিটি কলেজর প্রভাষক আব্দুর রহিম, কালেক্টরেট স্কুলের অধ্যক্ষ মোদাচ্ছের হোসেন, এডাব যশোরের সহসভাপতি শাহাজাহান নান্নু, শিক্ষার্থীদের পক্ষে সৌভিক দাস স্বচ্ছ ও দেবস্মিতা মৌলি, উমাইরা রহমান।
আলোচনা শেষে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রণীত তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাসের উদ্যোগ গ্রহণের দাবিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন স্থানীয় সরকার যশোরের উপ-পরিচালক রফিকুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের (আমিক) ম্যানেজার সৈয়দ মিজানুর ইসলাম, কাউন্সেলর হাবিবুর রহমান ও আউটলেট ম্যানেজার রোকসানা খাতুন প্রমুখ।
