নিজস্ব প্রতিবেদক
বিশ্ব দৃষ্টি দিবস-২০২৫ উপলক্ষে পিকেএস পরিবার কল্যাণ সমিতি যশোরের আয়োজনে বৃহস্পিতবার র্যালি অনুষ্ঠিত হয়েছে। “আপনার চোখকে ভালবাসুন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জনসাধারণের মাঝে চক্ষু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অস্ট্রেলিয়ান দাতা সংস্থা দি ফ্রেড হলোজ ফাউন্ডেশন এর সহযোগিতায় র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়।
র্যালিটি উদ্বোধন করেন পিকেএস যশোরের সহ-সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলা। চাঁচড়ার ডালমিলস্থ পিকেএস ভবন হতে র্যালি শুরু করে চাঁচড়া বাজার মোড়ে গিয়ে শেষ হয়। র্যালি শেষে চোখের সচেতনতার বিষয়ে আলোচনা করেন পিকেএস এর সাধারণ সম্পাদক আতিকুর রহমান। প্রাথমিক চক্ষু স্বাস্থ্য বিষয়ে আলোচনা করেন ডা. তামান্না খান আভা। এছাড়া র্যালিটিতে পিকেএস এর কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
