সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সাতক্ষীরা শহরের বাটকেখালী এলাকায় আব্দুল জলিল নামের এক নাবালককে অপহরণ ও গুমের অভিযোগ এনে ছেলেকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক বৃদ্ধা মা। রোববার (৭ জুলাই) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন বাটকেখালী এলাকার জিয়াদ আলীর স্ত্রী জরিনা বেগম (৭০)।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি একজন স্বামী পরিত্যক্তা ও বয়োবৃদ্ধ নারী। পরিবারে আর্থিক অনটন থাকায় আমাদের একই গ্রামের হযরত আলীর পুত্র আব্দুল্লাহ খোকন আমার নাবালক পুত্র আব্দুল জলিলকে তার কাঁচামালের আড়তে কাজে দিবে বললে আমরা তার প্রস্তাবে রাজি হয়ে ২০০০ সালে সাতক্ষীরা বড় বাজারে কাঁচামালের আড়তে দৈনিক মজুরি ভিত্তিতে কাজে দিই।
সেখান থেকে ২০০৪ সাল পর্যন্ত আমার পুত্র তার আড়তে কাজ করে রাতে বাড়িতে ফিরে আসতো। হঠাৎ করে ২০০৪ সালের পর সে আর বাড়িতে ফিরে আসেনি। বাড়িতে ফিরে না আসায় আব্দুল্লাহ খোকনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার পুত্রকে আড়তের কাঁচামাল আনার জন্য জেলার বাইরে পাঠিয়েছে। এভাবে দীর্ঘদিন অতিবাহিত হলে আমি আমার পুত্রের সন্ধানে আব্দুল্লাহ খোকনের দ্বারস্থ হলে তিনি আবারো বলেন, আমার পুত্র বাইরে কাজে আছে। আব্দুল্লাহ খোকনের সাথে তার যোগাযোগ আছে। সে কোথায় আছে তার ঠিকানা চাইলে আব্দুল্লাহ খোকন বলেন, তোমাদের ছেলে ঠিকানা দিতে নিষেধ করেছে। এরপর গত ২০০৬ সালে আব্দুল্লাহ খোকন জানায় আমার পুত্র জেলার বাইরে বিয়ে করে সেখানে বসবাস করছে। আব্দুল্লাহ জানায়, আমার পুত্রের সংসারে ২০০৯ সালে একটি পুত্র সন্তান জন্ম নিয়েছে। তার ২-৩ বছর পরে আরেকটি পুত্র সন্তান হয়। তাদেরকে আব্দুল্লাহ খোকন দেখে এসেছে।
তিনি আরো বেলন, আব্দুল্লাহ খোকন দিনে পর দিন টালবাহানা করে আমার পুত্রকে ফিরিয়ে দেয়নি। পরে আমরা জানতে পারি আমার পুত্র আব্দুল জলিলের নিকট থেকে আব্দুল্লাহ খোকন ২০০২ সালে ২ শতক ও ২০০৩ সালে ৫ শতক জমি লিখে নেয়। বিষয়টি জানতে পেরে আমরা আব্দুল্লাহ খোকনের সাথে যোগাযোগ করলে সে জানায়, আব্দুল জলিল আমার কাছে জমি বিক্রি করেছে। আমার পুত্র আব্দুল জলিলের জন্ম তারিখ ১০ আগস্ট ১৯৮৮। ২০০২-০৩ সালে তার বয়স ছিল মাত্র ১৪ বছর। নাবালকের কাছ থেকে আব্দুল্লাহ খোকন কিভাবে জমি কিনে নিল? দীর্ঘ ২০ বছর আব্দুল জলিল বাড়িতে আসেনি। আমরা সাম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পাইনি। আমার ও আমার পরিবারের সন্দেহ আব্দুল্লাহ খোকন আমার পুত্র আব্দুল জলিলের কাছ থেকে প্রতারণা করে জমি লিখে নিয়ে তাকে অপহরণ ও গুম করেছে। আমি বর্তমানে বার্ধক্যজনিক অসুস্থতায় ভুগছি।