নিজস্ব প্রতিবেদক
এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সানমিতা খান লাজুক। জীবননগর সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে সে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। লাজুকের পিতা সাহাবুদ্দীন খান আর মা ফরিদা নাজনীন শায়লা।
লাজুক জানিয়েছে, নানা বীরমুক্তিযোদ্ধা মরহুম নিজামউদ্দিনকে আমি আদর্শ মনে করি। নানাভাইয়ের ইচ্ছে পূরণে আমি বড় হয়ে বিসিএস ক্যাডার হয়ে প্রশাসনের একজন কর্মকর্তা হতে চাই। এ কারণে সকলের কাছে দোয়া কামনা করছি।