নিজস্ব প্রতিবেদক
আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবিতে যশোরে বিভিন্ন সরকারি কলেজে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডাররা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন। বুধবার শিক্ষকরা ক্লাস ও পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে এ কর্মসূচি পালন করেন। ফলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে শিক্ষা কার্যক্রমে অংশ নিতে ব্যর্থ হয়ে ফিরে গেছেন। মঙ্গলবার শুরু হওয়া কর্মবিরতি আজ বৃহস্পতিবার শেষ হওয়ার কথা রয়েছে।
বিসিএস শিক্ষক সমিতির জেলা সাধারণ সম্পাদক আব্দুল হালিম বলেন, ‘দাবি আদায়ে সরকারি কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে সরকার তাদের দাবিগুলো মেনে নেবে বলে আশা করছি। এরপরও দাবি আদায় না হলে কেন্দ্রীয় কমিটির সঙ্গে পরামর্শ করে আগামীতে কঠোর কর্মসূচি দেবেন তারা। এদিকে কেন্দ্রীয় কমিটি ঘোষিত এই কর্মসূচি অনুযায়ী গতকাল সকালে থেকে দুপুর পর্যন্ত যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় (এমএম কলেজ) কর্মবিরতি পালন করেন শিক্ষকরা।
এদিকে সরেজমিনে কলেজে দেখা যায়- বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা কলেজে এসে সবাই ফিরে যাচ্ছেন। ক্লান না হওয়াতে অনেকেই সহপাঠীরা মিলে ক্যাম্পাসে আড্ডা দিতে দেখা যায়।
বেলা সাড়ে ১১ টার দিকে ক্যাম্পাসে ভাস্কর্য চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু বক্কর সিদ্দিকীকের নেতৃত্বে বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষক অংশ নেয়। মানববন্ধনে নেতৃবৃন্দ দ্রুত আন্তঃক্যাডার বৈষম্য নিরসন করার দাবি জানান।
প্রসঙ্গত, আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ সুপার নিউমারারি পদে পদোন্নতিসহ অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ অর্জিত ছুটি প্রদান, ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদরাসা অধিদপ্তরের নিয়োগ বিধি বাতিল, শিক্ষা ক্যাডার তফসিভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভূতদের প্রত্যাহার ও প্রয়োজনীয় পদসৃজন করে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সব ন্যায্য দাবি আদায়ে এ কর্মবিরতি চলছে।