নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতার ৫১ তম বার্ষিকীতে যশোরের শার্শার কাশিপুরে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদের মাজারে বিভিন্ন সংগঠন ও ব্যক্তির উদ্যোগে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
শনিবার সকালে সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন শ্রদ্ধা নিবেদন করেন। বিজিবি মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজ, ডিহি ইউনিয়ন পরিষদ, ডিহি ইউনিয়ন পাবলিক লাইব্রেরি, পাকশিয়া আইডিয়াল কলেজ, পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিহত বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, ডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল, ইউপি সদস্যবৃন্দ, ডিহি ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।