মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন (৭৮) শনিবার বিকেলে চলে গেলেন না ফেরার দেশে। জীবন যুদ্ধে সংগ্রাম করে শেষ বয়সে সুখের নীড় বেধেছিলেন। সরকারের বিভিন্ন সহযোগিতায় ভালোই দিন কাটছিল তার।
বার্ধক্যজনিত কারণে শনিবার বিকেল সাড়ে ৫টায় তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ওই দিনই তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুল ইসলাম।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান, সাবেক এমপি নবী নেওয়াজ, উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, পৌর মেয়র আব্দুর রশিদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফয়জুর রহমান চৌধুরী, আবু তালেব, কাজী আব্দুস সাত্তার, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান, সম্পাদক শেখ এনামুল হক দুলু প্রমুখ।