ঢাকা অফিস
তফসিল ঘোষণার প্রস্তুতি চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের পরিকল্পনা অনুযায়ী বুধবার সন্ধ্যায় অথবা ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় কিংবা প্রয়োজনে পরদিন তফসিল ঘোষণা করবে কমিশন।
তিনি আরও বলেন, বিটিভি ও বেতারকে ইতোমধ্যে চিঠি দিয়ে জানানো হয়েছে যে সিইসির রেকর্ডকৃত ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করা হবে। তার ভাষায়, “১০ ডিসেম্বরই হতে পারে। সময় নেই, ১১ ডিসেম্বরের মধ্যেই তফসিল দিতে হবে।”
সূত্র জানায়, প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তফসিল ঘোষণা করবেন। সম্ভাব্য হিসেবে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হতে পারে। তফসিল ঘোষণার প্রক্রিয়ার অংশ হিসেবে বিটিভি ও বাংলাদেশ বেতারে সিইসির ভাষণ রেকর্ড করার নির্দেশ পাঠানো হয়েছে।
এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন বর্তমান কমিশনের এটি প্রথম জাতীয় নির্বাচন। দায়িত্ব গ্রহণের পরই জাতীয় নির্বাচনের মতো বড় আয়োজনের মাধ্যমে তারা গুরুত্বপূর্ণ পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে।
ইসি সূত্র আরও জানায়, রাষ্ট্রপতির সঙ্গে প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে বিকেলে সিইসির ভাষণ রেকর্ড করা হবে। রেকর্ড সম্পন্ন হলে সেদিন সন্ধ্যাতেই জাতির উদ্দেশে ভাষণ প্রচার করা হতে পারে। তবে কোনো কারণে বুধবার তা সম্ভব না হলে বৃহস্পতিবার নিঃসন্দেহে তফসিল ঘোষণা করা হবে।
