নিজস্ব প্রতিবেদক
প্রথমে বল হাতে প্রতিপক্ষ ফাইভ স্টারকে গুটিয়ে দিতে ২০ রানে নেন ৪ উইকেট। পরে ব্যাট হাতে অপরাজিত ৫৪ রান। ব্যাট-বলে এমন পারফরম্যান্সের পরও যশোর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ১১তম ম্যাচে পরাজিত দলের সদস্য নোমান। সতীর্থদের ব্যর্থতায় হেরেছে তার দল সূর্য্য সংঘ। সূর্য্য সংঘকে ১৪৫ রানে গুটিয়ে দিয়ে ১৭ রানের জয় তুলে নিয়েছে শিরোপা প্রত্যাশী ফাইভ স্টার ক্লাব। ফাইভ স্টার ক্লাব টানা দুই জয় পেলেও নিজেদের তিন ম্যাচেই পরাজয়ের স্বাদ পেয়েছে সূর্য্য সংঘ ক্লাব।
বুধবার যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ফাইভ স্টারের অধিনায়ক আব্দুল্লাহ আল মামুন রাজু। ব্যাট করতে নেমে নোমানের বোলিং তোপে ৪০ ওভার ৩ বলে ১৬২ রান করতে পারে ফাইভ স্টারের ব্যাটাররা। ব্যাট হাতে দলের ওপেনার আল আমিন সর্বোচ্চ ৪০ রান করেন। আল আমিনের ৫৮ বলের ইনিংসে ছিল ২টি চার ও ৩টি ছয়ের মার। এরপাশে গত ম্যাচে অর্ধশতক করে দলকে জেতানো তীর্থ ৪৬ বলে ৫টি চারে ৩০, আল মামুন রাজু ১৪ ও রজমান ১৩ রান করেন।
বল হাতে সূর্য্য সংঘের নোমান ২০ রানে ৪টি ও শরীফ ৩১ রানে দুটি উইকেট দখল করেন।
১৬২ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩৫ রানে সাত উইকেট হারিয়ে ফেলে সূর্য্য সংঘ ক্লাব। তবে সেখান ব্যাট হাতে একাই লড়েন নোমান। শরীফকে নিয়ে অষ্টম উইকেট জুটিতে ৬৩ রানের জুটি গড়ে জয়ের আশা জিইয়ে রাখেন। পরে সঞ্জয়ের সাথে ৩৬ রানে জুটি গড়ে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান। তবে শেষ পর্যন্ত ৪৬ ওভারে ১৪৫ রানে থামে সূর্য্য সংঘের ইনিংস। ৯৫ বলে ফিফটি করা নোমান শেষ পর্যন্ত ১০২ বলে ৫৪ রান করেন। নোমানের ইনিংসে ছিল ৫টি চারের মার। এরপাশে শরীফ ১৯ ও সঞ্জয় ১৩ রান করেন।
ফাইভ স্টার ক্লাবের আল মামুন রাজু, নির্জন, আল আমিন ও কৌশিক দুটি করে উইকেট দখল করেন।
সংক্ষিপ্ত স্কোর :
টস : ফাইভ স্টার ক্লাব
ফাইভ স্টার ক্লাব : ৪০.৩ ওভার ১৬২/১০ (পিয়াস ৫, আল আমিন ৪০, রমজান ১৩, আল মামুন রাজু ১৪, তীর্থ ৩০, নির্জন ৮, কৌশিক ১, রাকিব ১২, শিপন ২, মাহফুজ ৭, আল আমিন ১*; সঞ্জয় ১/২৫, জিদনি ০/১২, মিম ১/৩৭, নিলয় ০/১২, নোমান ৪/২০, সোহেল ১/১৬, শরিফ ২/৩১)।
সূর্য্য সংঘ ক্লাব : ৪৬ ওভার ১৪৫/১০ (আয়াজ ০, সোহেল ৯, রিফাত ৫, ইয়াসিন ৬, মিম ০, নিলয় ০, অলিল ৩, নোমান ৫৪*, শরিফ ১৯, সঞ্জয় ১৩, জিদনি ৪; মাহফুজ ১/২৬, আল মামুন রাজু ২/২৩, আল আমিন ২/২৮, নির্জন ২/৯, কৌশিক ২/২৬, শিপন ০/১৯, তীর্থ ০/৬, রজমান ০/৪)।
ফলাফল : ফাইভ স্টার ক্লাব ১৭ রানে জয়ী।
১ Comment
Pingback: বিপিএল মাতানোরাই সুযোগ পেলেন বাংলাদেশের টি-২০ দলে