আনোয়ার হোসেন, মনিরামপুর :
৩-৪ মাস আগে স্থানীয় বাজারে মোটরসাইকেলের ধাক্কায় পড়ে গিয়ে বাম পায়ের কোমরের নিচের হাড় ভেঙ্গে যায় যশোরের মনিরামপুরের রঘুনাথপুর গ্রামের বয়োবৃদ্ধ আলী আহম্মদের। সে থেকে পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছেন ৮৫ বছরের দরিদ্র এ বৃদ্ধ। দিনমজুর দুই ছেলের মধ্যে ছোট ছেলে শফিকুল ইসলাম শফিক সাধ্যমত বাবার চিকিৎসা খরচ বহন করছেন। ভরণপোষণ করছেন বৃদ্ধ বাবা-মার। বাবার চলাচলের জন্য একটি হুইল চেয়ারের প্রয়োজন থাকলেও তা কিনে দিতে পারেননি ছেলেরা।
শয্যাশায়ী বৃদ্ধ আলীর জন্য হুইল চেয়ার চেয়ে কদিন আগে নিজের ফেসবুক ওয়ালে পোষ্ট দিয়েছিলেন এ প্রতিবেদক। তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেনের নজরে আনেন। এরপর বৃদ্ধকে হুইল চেয়ার দিতে আগ্রহ দেখান তিনি। আজ (বুধবার) দুপুরে বৃদ্ধর বাড়িতে হুইল চেয়ার নিয়ে হাজির হয়েছেন ইউএনও। এ সময় খেদাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহ উপস্থিত ছিলেন।
এদিকে হুইল চেয়ার পেয়ে যারপরনাই খুশি বৃদ্ধ ও তাঁর সন্তানেরা।
বৃদ্ধ আলী আহম্মদ বলেন, সারাদিন ঘরে শুয়ে বসে থাকতে কষ্ট হয়। হুইল চেয়ার পাইছি। এবার একটু বাড়ির বাইরে যেতে পারব।
বৃদ্ধর ছোট ছেলে শফিকুল ইসলাম শফিক বলেন, অনেক কষ্টে আব্বার ওষুধের টাকা জোগাড় করছি। একটা হুইল চেয়ারের দরকার হলেও কিনতে পারিনি। ইউএনও সে চাহিদা মিটিয়েছেন। আমরা খুব খুশি।
মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন বলেন, একটা ফেসবুক পোষ্টের মাধ্যমে জানতে পেরেছি বৃদ্ধ আলীর একটা হুইল চেয়ারের প্রয়োজন। আমরা তাঁর বিষয়ে খোঁজ নিয়ে জেনেছি তিনি পাওয়ার যোগ্য। এজন্য বৃদ্ধর বাড়িতে এসে হুইল চেয়ার পৌঁছে দিয়েছি।
আরও পড়ুন:ঘর পেয়ে উচ্ছ্বাস যেন কমছে না আকবরদের
