নিজস্ব প্রতিবেদক
চলমান যশোর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের অন্যতম শিরোপা প্রত্যাশী যশোর ক্রিকেট ক্লাব ও আসাদ ক্রিকেট একাডেমি। শুক্রবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে সুপার ফোর নিশ্চিত করার মিশনে মাঠে নামার কথা ছিল দল দুটির। যেদল জিততো তারাই লিগের ‘ক’ গ্রুপ থেকে সবার আগে সুপার ফোর নিশ্চিত করতো। সেই সাথে গ্রুপ পর্বের দুই দলের নিজেদের শেষ লড়াইটা ছিল এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলের। সে কারণে আগে ভাগেই এ ম্যাচ ঘিরে ছিল উত্তেজনা। কিন্তু শেষ পর্যন্ত কারো ভাগ্যেই পূর্ণ পয়েন্ট জুটলো না। বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়েন উভয় দলের খেলোয়াড়রা।
আগের দিনের বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় এদিন সকালে টস করতে দেরি হয়। এরপর আবার দুপুরে বৃষ্টি হয়। এ বৃষ্টির পর দুই আম্পায়ার রিয়াজুল ইসলাম রিয়াজ ও আসাদুল্লাহ খান বিপ্লব ২টা ৩০ মিনিটে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন।
এক পয়েন্ট করে পাওয়া ‘ক’ গ্রুপ থেকে সুপার ফোরে যাওয়ার লড়াই জমে উঠলো। আসাদ ক্রিকেট একাডেমি ও যশোর ক্রিকেট ক্লাবের সাথে ফাইভ স্টার ক্লাব রয়েছে সুপার ফোরে যাওয়ার লড়াইয়ে। এর মধ্যে আসাদ ক্রিকেট একাডেমি তাদের গ্রুপ পর্বের সব ম্যাচ শেষ করেছে। আসাদ ক্রিকেট একাডেমির সংগ্রহ ৭ পয়েন্ট। আসাদের মতো যশোর ক্রিকেট ক্লাবেরও সংগ্রহ ৭ পয়েন্ট। যশোর ক্রিকেট ক্লাব ও ফাইভ স্টার ক্লাব গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে। এই ম্যাচে ফাইভ স্টার জিতলে তারা গ্রুপ সেরা হয়ে যাবে সুপার ফোরে। যশোর ক্রিকেট ক্লাব জয় পেলেই আসাদকে সঙ্গে নিয়ে যাবে সেরা চারে। যদি ম্যাচ ড্র বা পরিত্যক্ত হয় তাহলে আসাদ ক্রিকেট ও ফাইভ স্টার ক্লাবের পয়েন্ট সমান ৭ করে হবে। তাতে যশোর ক্রিকেট ক্লাবের সাথে রানরেটে এগিয়ে থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার ফোরে যাবে আসাদ ক্রিকেট একাডেমি।