১৭ সদস্যের আহবায়ক কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক : গতকাল সন্ধ্যায় যশোরের সিএন্ডএফ ব্যবসায়ীদের কল্যাণের লক্ষ্য নিয়ে বৃহত্তর যশোর সিএন্ডএফ ফোরাম গঠনের লক্ষ্যে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শহরের মুজিব সড়কস্থ চাইপাই চাইনিজ রেস্টুরেন্টে কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে এ আয়োজনের সূচনা করা হয়।
সিএন্ডএফ ব্যবসায়ীদের কল্যাণের জন্য নতুন এই ফোরামের পথচলা বলে জানান আয়োজকরা।
মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা বলেন, সিএন্ডএফ ব্যবসায়ীরা এতদিন বিচ্ছিন্নভাবে ছিলেন, এমন অনেক ব্যবসায়ী আছেন যাদের সাথে অনেক ব্যবসায়ীর পরিচয় ছিলো না। যার কারণে আমরা একে অপরের বিপদে পাশে দাঁড়াতে পারিনি। আবার অনেকে ব্যবসায়ী জটিলতায় পড়লে কার স্মরণাপন্ন হবেন তা না জানার কারণে অনেক সময় সমস্যার সম্মুখীন হন। তাই আজ আমদের এই ফোরামের সূচনা। আমরা আশা করবো ফোরামের দায়িত্ব প্রাপ্তরা সব সময় ব্যবসায়ীদের কল্যাণের কথা ভাববেন এবং একটি পরিবারের মতন যে কারও বিপদে পাশে দাঁড়াবেন। তাহলে বৃহত্তর যশোর সিএন্ডএফ ফোরামের সফলতা আসবে।
মতবিনিময় সভায়, বীর মুক্তিযোদ্ধা রবিউল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পরিচালনা কমিটির আহবায়ক আবুল হোসেন, জাতীয় শ্রমিক লীগ যশোর জেলা শাখার যুগ্ম সম্পাদক শাহানুর হোসেন, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক স্পন্দনের নির্বাহী পরিচালক মাহবুব আলম লাবলু, সিএন্ডএফ এজেন্টের ব্যবসায়ীদের পক্ষে শাহানুর রহমান, আব্দুল মোতালেব, এটি এম আনোয়ারুল ইসলাম, সুলতান মাহমুদ বিপুল, তোবারক হোসেন, আমজাদ আলী, হারুন-অর-রশীদ, মতিয়ার রহমান, জাহিদ হোসেন মিঠো, আব্দুল হক প্রমুখ। মতবিনিময় সভা শেষে আবুল হোসেনকে আহ্বায়ক করে ১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।