নিজস্ব প্রতিবেদক
যশোরে ফ্রান্সিস বেকনের ‘প্রবন্ধমালা’ অবলম্বনে ‘বেকনের প্রবন্ধে অভিজ্ঞতাবাদ ও নাগরিক দর্শন’ শীর্ষক একক বক্তৃতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে যশোরের স্টেডিয়াম মাকের্টস্থ বুকশপ নির্বাচিত-তে সপ্তাহে একটি বই পড়ি’র উচ্চতর অধ্যয়ন সভার আয়োজনে করে। উচ্চতর অধ্যয়ন সভা সপ্তাহে একটি বই পড়ি’র একটি অঙ্গ সংগঠন যার লক্ষ্য যুক্তিনিষ্ঠতা, মানবিক ও মনুষ্যত্ববোধের উন্নয়ন, উন্নত চিন্তা সৃষ্টি করা। বিজ্ঞান ও দর্শন, বিশ্বইতিহাস ও সভ্যতা, সংস্কৃতি ও সাহিত্যের আলোচনার মাধ্যমে জ্ঞানপিপাসু তরুণ প্রজন্ম ও জ্ঞানুসন্ধিৎসু মানুষকে উন্নত রুচি, সমৃদ্ধ চিন্তা ও জ্ঞানের জগতে পরিচয় করিয়ে দেওয়া। উন্মুক্ত আলোচনার মাধ্যমে আজ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। যেটি এই সংগঠনের কার্যক্রমে যোগ করেছে একটি নতুন পালক।
সপ্তাহে একটি বই পড়ি’র সাধারণ সম্পাদক সুমন রেজার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন উচ্চতর অধ্যয়ন সভার সমম্বয়ক বায়জিদ হোসেন এবং উচ্চতর অধ্যয়ন সভার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন সংগঠনের সদস্য হরিদাস বিশ্বাস। একক বক্তা সামিউল আলম ও অন্যান্য আলোচকের আলোচনায় ফুটে ওঠে ইংরেজি সাহিত্যের আদি প্রবন্ধের জনক ও দার্শনিক ফ্রান্সিস বেকনের জীবন, এলিজাবেথান ও রেঁনেসা যুগের বৈশিষ্ট্য, জ্ঞানের উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন মতবাদ বিষয়ক নাগরিক দর্শন বিষয়ক আলোচনা।
অনুষ্ঠানে বক্তারা বলেন মধ্যযুগের নির্বিচার বিশ্বাস ও স্কলাস্টিক দর্শনের পরিসমাপ্তি ঘটিয়ে আধুনিক চিন্তাধারার, যুক্তিনির্ভর ও বিজ্ঞানমনস্ক বৈচিত্র্যময় জ্ঞানচর্চার যে সূত্রপাত ঘটে; বেকন ছিলেন তাঁদের মধ্যে অন্যতম অগ্রপথিক। তাঁর প্রবন্ধে অভিজ্ঞতাবাদী দর্শন, সার্বজনীন মূল্যবোধ, নৈর্ব্যক্তিক, বাস্তবধর্মী জ্ঞান ও বৈজ্ঞানিক পদ্ধতি চর্চার মাধ্যমে কুসংস্কার ও গোঁড়াহীন আধুনিক বিজ্ঞানমনস্ক ও যুক্তনিষ্ঠ সমাজ গঠনের প্রকৃষ্ট ।
অনুষ্ঠানে সপ্তাহে একটি বই পড়ি সংগঠনের প্রতিষ্ঠাতা এবং সরকারি মাইকেল মধুসূদন কলেজ যশোরের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শাহ্জাহান কবীরের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে এসময় উপস্থিত ছিলেন যশোরের প্রবীণ শিক্ষাবিদ প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, যশোর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোফাজ্জেল হোসেন, জেলা সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর-রহমান, দৈনিক প্রথম আলোর যশোর জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম, নির্বাচিত, যশোরের শাখা ব্যবস্থাপক কবি জহিরুল ইসলাম জিতু, দৈনিক স্পন্দনের সহযোগী সম্পাদক কবি আরশি গাইন, কবি মামুন আজাদসহ যশোরের বিভিন্ন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীসহ সপ্তাহে একটি বই পড়ি’র সদস্য নুরুন্নবী হৃদয়, হামিদা হিমু, স্বপ্না খাতুন, শিরিন সুলতানা, বায়জিদ হোসেন, হরিদাস বিশ্বাস, অনিক হাসানসহ অন্যান্য সদস্যরা।
