ঢাকা অফিস
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ১২ দিন ধরে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য কাল শুক্রবার (৫ ডিসেম্বর) লন্ডনে নেয়া হচ্ছে।
সূত্রে জানা গেছে, কাতার থেকে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে লন্ডনে রওনা হতে হবে। সঙ্গে থাকবেন তার ব্যক্তিগত চিকিৎসকসহ মোট ১৪ জন।
এর আগে ঢাকাস্থ কাতার দূতাবাস জানিয়েছিল, বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য দেশটির আমিরের বিমান এবং এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। চিকিৎসকদের সম্মতি পেলেই রওনা হবে বিমান।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত এবং তার চিকিৎসা অব্যাহত রয়েছে।
দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস এবং চোখের জটিলতায় ভুগছেন তিনি। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর মুক্তি পান এবং চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। ১১৭ দিন চিকিৎসাধীন থেকে ৬ মে দেশে ফিরেন।
পরবর্তীতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ২৩ নভেম্বর থেকে তিনি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।
রাজ্যের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণার পর থেকে হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন এসএসএফ ও পিজিআর সদস্যরা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এভারকেয়ার হাসপাতালের আশপাশে বিমান বাহিনী ও সেনাবাহিনীর হেলিকপ্টার পরীক্ষা-উড্ডয়ন পরিচালিত হবে। প্রধান উপদেষ্টা কার্যালয় অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ করেছে।
