পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা-কয়রায় শ্রদ্ধার সাথে স্মরণ করা হলো বঙ্গবন্ধুর ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিনী, শেখ হেলাল উদ্দীন এমপির মা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী মরহুম বেগম রিজিয়া নাসেরকে।
বুধবার বেগম রিজিয়া নাসেরের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর তত্ত্বাবধায়নে নির্বাচনী এলাকা পাইকগাছা-কয়রা দুই উপজেলার দলীয় কার্যালয়, এমপির বাসভবন, সকল মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মন্দিরসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পবিত্র কোরআন খতম, দোয়া, প্রার্থনা, আলোচনা ও খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। পাইকগাছা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সিনিয়র সহ সভাপতি সমীরণ সাধু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, যগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপীকা ঢালী, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, আওয়ামী লীগ নেতা এসএম রেজাউল হক, হেমেশ চন্দ্র মন্ডল, জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম গাজী, এসএম শাহবুদ্দীন শাহীন, সায়েদ আলী কালাই, কাউন্সিলর রাফেজা খানম, যুবলীগ নেতা ফরহাদুজ্জামান তুষার, ছাত্রনেতা মাসুদুর রহমান মানিক প্রমুখ।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা রইসুল ইসলাম। কোরআন খতম পাঠ করেন শিববাটী ও বাসস্ট্যান্ড মাদ্রাসার হাফেজরা।
আরও পড়ুন: ঝিকরগাছায় ডিজিটাল মেলায় প্রথম পবিস