নিজস্ব প্রতিবেদক
যশোরে ৬ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গত ১১ অক্টোবর গভীর রাতে শহরের বেজপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, যশোর ট্রেডিংয়ের মালিক বেজপাড়া মেইন রোডের খায়রুল আলম ভক্তির ছেলে সাকিল আলম (৩৫) ও আব্দুল হামিদ সিকদারের ছেলে মহিবুল ইসলাম (২৬)।
পুলিশ জানিয়েছে, আটক সাকিল ও মহিবুল দীর্ঘদিন ধরে ইয়াবা, ফেনসিডিল ও বিভিন্ন ধরনের মদের কারবার করে আসছিল। তারই অংশ হিসেবে গত বুধবার গোপন সংবাদের ভিত্তিতে পুৃলিশ বেজপাড়া বিদ্যুৎ অফিসের সামনে অভিযান চালায়। এসময় ওই দুইজনকে ৬ বোতল বিদেশি মদসহ আটক করা হয়। এই ঘটনায় তাদের বিরুদ্ধে রাতেই কোতোয়ালি থানায় মামলা দিয়ে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, ৩ মাস আগে সাকিলের পিতা খায়রুল আলম ভক্তির সদরের পদ্মবিলায় নিজস্ব প্লাস্টিক কারখানায় অভিযান চালিয়ে ফেনসিডিল উদ্ধার করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। তাদের নিজস্ব প্রাইভৈটকারে করে সাকিল মাদক বিক্রি করে থাকে।
