নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোলের কাগজপুকুর গ্রামের উত্তরপাড়ার আমিরুল ইসলাম হত্যা মামলার আসামি রুবেল হোসেন আদালতে আত্মসমর্পণ করেছেন। রোববার আত্মসমর্পণের পর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন। আসামি রুবেল হোসেন একই গ্রামের খলিলুর রহমানের ছেলে।
মামলার বিবরণ মতে, পূর্বশত্রুতার জের ধরে ২০১৮ সালের ৩০ নভেম্বর সন্ধ্যায় কাগজপুকুর গ্রামের জামতলা মোড়ে আমিরুল ইসলামকে কুপিয়ে ও বোমা হামলা চালিয়ে হত্যা করে। এই ব্যাপারে নিহতের ছেলে সাগর আহম্মেদ ১৯ জনের নাম উল্লেখ করে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। তদন্ত শেষে হত্যার সাথে জড়িত থাকায় চার জনের বিরুদ্ধে যশোর আদালতে চার্জশিট দাখিল করে তদন্ত কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত রুবেল হোসেনকে পলাতক দেখানো হয়েছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশি গ্রেফতার এড়াতে রুবেল হোসেন রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।