নিজস্ব প্রতিবেদক ॥ বেনাপোলে অস্ত্র-গুলিসহ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আলীকে আটক করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। গতকাল শনিবার ভোর রাতে ঝিকরগাছা গদখালি থেকে আটক করা হয়। আটক রাশেদ আলী বেনাপোলের দিঘিরপাড় গ্রামের মৃত মুক্তার আলীর ছেলে।
ডিবি পুলিশ জানিয়েছে, বেনাপোল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আলীর বিরুদ্ধে থাকা একটি মামলায় গ্রেফতারের জন্য গত শনিবার ভোর রাত সাড়ে ৪টার দিকে অভিযান চালায়। ঝিকরগাছা উপজেলার গদখালি থেকে তাকে ওই মামলায় আটক করা হয়। এসময় পুলিশের জিজ্ঞাসাবাদে রাশেদের কাছে অবৈধ অস্ত্র আছে বলে স্বীকার করে। পরে তাকে নিয়ে অভিযানে যায় পুলিশ। এদিন ভোর সাড়ে ৫টার দিকে রাশেদের দেখানো মতে বেনাপোলের ভবেরবেড় গ্রামের রজনী ক্লিনিকের পাশে জনৈক আক্তার হোসেনের পরিত্যক্ত বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, চার রাউন্ড রাইফেলের গুলি এবং পাঁচ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। এই ঘটনায় কাউন্সিলর রাশেদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।