বেনাপোল (শার্শা) প্রতিনিধি
যশোরের বেনাপোলে প্রথমবারের মতো শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক বিউটি পার্লার ‘জেরিন’স মেকআপ ভ্যানিটি’ উদ্বোধন কার হয়েছে। সোমবার সন্ধ্যায় বেনাপোল রেলওয়ে স্টেশন রোডে অবস্থিত পোস্ট অফিস সম্মুখে ফিতা ও কেক কেটে বর্ণিল আয়োজনে উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দোলন আক্তার জেরিন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীমান্ত প্রেস ক্লাব বেনাপোলের সভাপতি ও শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্যকরী সদস্য সাহিদুল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন পক্ষী, যুবলীগ নেত্রী জান্নাতুল ফেরদৌস রোজি, মডেল উম্মে কুলসুম, মডেল সাদিয়া, ক্ষুদে মডেল ওয়াফা, রামিশা, ওয়াফি প্রমুখ।
উল্লেখ্য, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানটিতে ফেসিয়াল, হায়ড্রা ফেসিয়াল, ফেয়ার পলিশ, মেনিকিউর, পেডিকিউর, হেয়ার কাট, কালার, রিবন্ডিং, হেয়ার বান, হেয়ার ট্রিটমেন্ট, পার্টি, গায়ে হলুদ, বিবাহ, বৌভাতসহ সকল ধরনের মেকআপ করা হয়। শাড়ি, বিয়ের কাপড় ও হিজাব বিভিন্ন স্টাইলে পরানো হয়। থ্রেডিং, ওয়াক্সি ও নাক-কান ফোড়ানো হয়। সেই সাথে থাকছে বাচাদের খেলাধুলা করার জন্য বিভিন্ন মিনি রাইডার। যাতে বাচার মা এখানে সৌন্দর্য চর্চা করার সময় বাচারা যেন বিরক্তি বোধ না করে সে সকল ব্যবস্থা রয়েছে প্রতিষ্ঠানটিতে।