শাহারুল ইসলাম ফারদিন
বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে ঘুষের মামলায় সাময়িক বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রথমে ছেড়ে দেওয়া, জনরোষ-অবরোধ, তারপর গ্রেপ্তার আর অবশেষে বরখাস্ত হলেন তিনি।
দুদকের সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর বিকেলে দুই লাখ ৭৬ হাজার টাকা ঘুষ লেনদেনের অভিযোগে শামীমা আক্তার ও কাস্টমস কর্মচারী হাসান আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। ঘটনার দিন জিজ্ঞাসাবাদ শেষে শামীমাকে ছেড়ে দিয়ে শুধু হাসানকে গ্রেপ্তার দেখায় দুদক।
এ খবর ছড়িয়ে পড়তেই বেনাপোল বন্দরের সামনে বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা। তারা অভিযোগ তোলেন, ঘুষের মূল নায়ককে ছেড়ে দেওয়া হয়েছে, আটক হয়েছে কেবল সহযোগী। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। বন্দর এলাকা এক ঘণ্টারও বেশি সময় অবরোধ করে রাখে ক্ষুব্ধ জনতা। পরদিন সকালে অর্থাৎ ৮ অক্টোবর দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের নির্দেশে যশোর শহরের ধর্মতলা এলাকা থেকে শামীমা আক্তারকে গ্রেপ্তার করা হয়।
এরই মধ্যে এনবিআর বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক অফিস আদেশে জানিয়েছে, দুদকের মামলায় গ্রেপ্তার হওয়ায় রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হলো। এবিষয়ে বেনাপোল কাস্টমস কমিশনার খালিদ মো. আবু হোসেনের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
