বেনাপোল প্রতিনিধি
বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে সাদিপুর সীমান্তের ব্রিজের উপর থেকে অজ্ঞাতনামা আসামিদের ফেলে যাওয়া ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ১১টার সময় আনুমানিক ১ কেজি ১শ’ ৬০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারী পালিয়ে যায়।
নাভারন সার্কেলের এএসপি নিশাত আল নাহিয়ান বলেন, সাদিপুর সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে ওসি কামাল হোসেন ভূইয়ার নেতৃত্বে বেনাপোল পোর্ট থানা পুলিশ সেখানে অভিযান চালালে স্বর্ণ পাচারকারীরা পালিয়ে যায়। পরে আসামিদের ফেলে যাওয়া ১০টি স্বর্ণেরবার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক মূল্য এক কোটি টাকা।
১ Comment
Pingback: যশোরে হত্যাচেষ্টা মামলায় দুইজনের ৮ বছর করে কারাদণ্ডের আদেশ - দৈনিক কল্যাণ