নিজস্ব প্রতিবেদক
৮শ বোতল ফেনসিডিলসহ কেসমত আলী নামে একজনকে আটক করেছেন র্যাব-৬ যশোরের সদস্যরা। গত ৩ এপ্রিল বেনাপোলের বাহাদুরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক কেসমত আলী একই গ্রামের চান মিয়ার ছেলে। এ ব্যাপারে র্যাব বেনাপোল পোর্ট থানায় মামলা করেছে।
র্যাব ক্যাম্প যশোর সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে বেনাপোলের বাহাদুরপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় ওই গ্রামের একটি বাঁশ বাগান থেকে কেসমত আলীকে আটক করা হয়।