নিজস্ব প্রতিবেদক
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৮০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। রোববার ভোরে বারপোতা হাজীর মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার শিকড়ি গ্রামের মৃত গফুরের ছেলে আক্তারুল ইসলাম (৩৪) ও শার্শা থানার পাঁচ ভুলোট গ্রামের হানিফ আলীর ছেলে শরিফুল ইসলাম (৩০)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার শিকড়ী সাকিনস্থ হাজীর মোড়ে রাস্তার উপর থেকে ৮০ বোতল ফেনসিডিলসহ তাদেরকে আটক করা হয়।
যশোর গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, এ সংক্রান্তে বেনাপোল থানায় এজাহার দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: যশোর মেডিকেল কলেজ ইন্টার্ন চিকিৎসককে পা-হাত ভেঙে দেয়ার ঘটনায় তদন্ত শুরু