বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শা ও বেনাপোল সীমান্তে পৃথক দুটি অভিযানে ৪০ বোতল ফেনসিডিল ও ২৭০ পিচ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশ সদস্যরা।
আটক আসামিরা হলেন, বেনাপোল উত্তর বারোপোতা গ্রামের তবিবুর রহমানের ছেলে আলাউদ্দিন (২৪) ও শার্শা থানার রাড়ীপুকুর গ্রামের আবু সিদ্দিকের ছেলে ইমদাদুল ইসলাম (৩৩) আহাম্মদ আলীর ছেলে শাহিন হোসেন (৩০)।
রোববার (১১ জুন) বিকালে বেনাপোল বারোপোতা গ্রাম থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ একজন আটক করা হয়। অপর দিকে শার্শা থানাধীন বাগআঁচড়া আফিল উদ্দীন কলেজের পাশ থেকে ২৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়।
যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, মাদক উদ্ধারের ঘটনায় শার্শা থানা ও বেনাপোল পোর্টথানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।
